নিজস্ব প্রতিবেদন: বছরে লেনদেন আড়াই লক্ষের বেশি? অথচ এখনো বানানো হয়নি PAN কার্ড। তাহলে মোটা জরিমানার মুখে পড়তে চলেছেন আপনি। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বছরে ২.৫ লক্ষের বেশি লেনদেন এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্যান তৈরি বাধ্যতামূলক করেছে সরকার। এক্ষেত্রে ৩১ মে-র আগে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান PAN-এর আবেদন করতে হবে। নইলে গুনতে হতে পারেন জরিমানা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



গত অর্থবর্ষেই আয়কর আইনের ১৩৯এ ধারা সংশোধন করে কেন্দ্রীয় সরকার। জানানো হয়, যে সমস্ত কোম্পানি, LLP বা অবিভাজিত হিন্দু পরিবার যাঁদের বার্ষিক লেনদেন ২.৫ লক্ষের বেশি। তাদের PAN বানাতেই হবে। 


সিবিআইয়ের সমন খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজীব কুমার


কেউ আইন অমান্য করলে তাকে ১০,০০০ টাকা জরিমানা করতে পারে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি। আয়কর আইনের ১১৪ বি ধারা অনুসারে মেয়াদি আমানত ছাড়া অন্য কোনও বিনিয়োগেও বাধ্যতামূলক PAN.