নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা। ৪৩৪ থেকে বেড়ে কনটেনমেন্ট জোনের সংখ্যা হল ৫১২। এই মুহুর্তে পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে কোনও কনটেনমেন্ট জোন নেই। ফলে একুশ ২১ জেলার মোট  কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে ৫১২টি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মাধ্যমিকের ফল এ সপ্তাহেই; পরীক্ষার্থী নয়, মার্কশিট দেওয়া হবে অভিভাবকের হাতে!


রাজ্যে কিছুতেই রোখা যাচ্ছে না করোনা সংক্রমণ। প্রতিদিনই রাজ্যে রেকর্ড হারে বাড়ছে কোভিড নাইন্টিন। একের পর এক সিদ্ধান্ত, কড়াকড়ি, আইন লাগু, কোভিড হাসপাতাল। না:, তাতেও দমানো যাচ্ছে না করোনা। তাহলে কী নজরদারিতে খামতি? সূত্রের খবর, সংক্রমণ বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 


আরও পড়ুন: সংক্রমণ বাড়ায় সরানো হলো ৪ জেলার নোডাল অফিসারকে, কলকাতার দায়িত্বে এলেন আলাপন


উল্লেখ্য, বাড়তে থাকা সংক্রমণের জেরে সরিয়ে দেওয়া হয়েছে ৪ জেলার নোডাল অফিসারকে। কলকাতা সহ দুই পরগনা ও হাওড়ারও নোডাল অফিসার বদল করা হয়েছে। কলকাতার নতুন নোডাল অফিসার হিসেবে বাড়তি দায়িত্ব পেয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সরিয়ে দেওয়া হলো সঞ্জয় থারেকে।