নদিয়ায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ, একদিনেই নতুন করে আক্রান্ত ৩৫
কৃষ্ণনগর জেলা স্বাস্থ্য দফতর এবং সদর হাসপাতাল সানিটাইজ করার কাজ চলছে, প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
নিজস্ব প্রতিবেদন: নদিয়ায় নতুন করে এক দিনে করোনা আক্রান্ত হয়েছে ৩৫ জন। তারমধ্যে ২ জন চিকিৎসক রয়েছেন, জেলা স্বাস্থ্য দফতরের অনেকেই কোয়ারেন্টাইনে গেলেন শনিবার থেকে।
কৃষ্ণনগর জেলা স্বাস্থ্য দফতর এবং সদর হাসপাতাল সানিটাইজ করার কাজ চলছে, প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩৪ জন, চাকদহ ব্লকে ৪৫,চাকদহ মিউনিপ্যালটি ১৩ জন, চাপড়া ৬ জন,গয়েশপুর মিউনিপ্যালটি ৫ জন, হাঁসখালি ১৬ জন, হরিণঘাটা ৫ জন, হরিণঘাটা মিউনিপ্যালটি ২৯ জন, কালীগঞ্জ ২০ জন,করিমপুর ১ নম্বর ১৪ জন,করিমপুর ২ নম্বর ৬ জন, কৃষ্ণগঞ্জ ১৩জন।
আরও পড়ুন: পরপর ৩ দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩০,০০০ ছাড়াল, একদিনে মৃত্যু ৬৭১ জনের
এছাড়াও কৃষ্ণনগর ১ নম্বর ব্লকে ৮ জন, কৃষ্ণনগর ২ নম্বর ৪ জন, কৃষ্ণনগর মিউনিপ্যালটি ৩ জন, নবদ্বীপ ব্লকে ৮ জন, নবদ্বীপ মিউনিসিপ্যালটি ৮ জন, নাকাশিপাড়া ১৪ জন,রানাঘাট মিউনিপ্যালটি ১০ জন, রানাঘাট ১নম্বর ব্লকে ১৭ জন, রানাঘাট ২ নম্বর ব্লকে ২৬ জন,শান্তিপুর ব্লকে ২৩ জন,শান্তিপুর মিউনিপ্যালটি ১১ জন, বীরনগর মিউনিপ্যালটি ৩ তেহট্ট ১ নম্বর ব্লকে ৫৯ জন, তেহট্ট ২ নম্বর ব্লকে ৩০ জন,তাহেরপুর এন,এ,এ ২ জন এবং কল্যাণী মিউনিপ্যালটি ৩৬ জন।