নিজস্ব প্রতিবেদন: ঘরওয়াপসি হল প্রাক্তন তৃণমূল নেতার। এক সময়ে বর্ধমানে তৃণমূলের ডাকাবুকো নেতা হিসেবেই পরিচিত ছিলেন সুজিত ঘোষ। নেতৃত্বের সঙ্গে সংঘাতে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন ২০১৫ সালে। পেয়ে যান রাজ্য কমিটির সদস্য পদ। এবার ঘরে ফিরলেন সুজিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গেরুয়া শিবিরে থেকে তৃণমূলে ফেরা সুজিত ঘোষের বক্তব্য, ভুল বুঝিয়ে ছিল বিজেপি। সেভাবে সক্রিয়ও ছিলেন না বিজেপিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ফের তৃণমূলে যোগদান। 


আরও পড়ুন-Ausgram: আউশগ্রামে যুব তৃণমূল নেতা খুনে কড়া পদক্ষেপ অনুব্রতর, বহিষ্কৃত দলের ৭ নেতা-কর্মী


রবিবার প্রায় তিনশোরও বেশি অনুগামীকে নিয়ে তৃণমূলে ফিরলেন সুজিত। তাঁর পাশাপাশি বর্ধমান জেলা কংগ্রেসের এসসিএসটি সেলের সম্পাদক তথা আইনজীবী কৈলাশ পাসোয়ানও তৃণমূলে যোগ দেন। আজ বর্ধমানের লোক সংস্কৃতি মঞ্চে এক অনুষ্ঠানে তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।


সুজিত ঘোষের তৃণমূলে যোগদান সম্পর্কে বর্ধমান সদর জেলা বিজেপির সম্পাদক শ্যামল রায় বলেন,  এই ধরনের বেনো জল যত দলে না থাকবে ততই বিজেপির ভাল। ওঁকে দল রাজ্য কমিটির সদস্য পদ দিয়েছিল। কিন্তু উনি কোনও কাজ করেননি। তৃণমূল কংগ্রেস থেকে আসা এই বেনো জল যাওয়াতে আখেরে বিজেপির ভাল হল। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)