নিজস্ব প্রতিবেদন: শুক্রবার গভীর রাতে গ্রেফতার হয়েছিল আরাবুল ইসলাম, আর শনিবার সকালে তারই বাড়ির পেছনে দেখতে পাওয়া গেল বিপুল পরিমান শক্তিশালী বোমা। উত্তর গাজিপুরের এই বাড়ি থেকেই কাল রাতে গ্রেফতার করা হয় আরাবুলকে। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে আরাবুলের উত্তর গাজিপুরের বাড়িতে পৌঁছয় জি ২৪ ঘণ্টা। সেখানে বাড়ির ঠিক পিছনে বাগানের মধ্যে দেখতে পাওয়া যায় অসংখ্য তাজা বোমা। গর্ত করে ছোট ছোট বাঙ্কারের মাধ্যে রাখা রয়েছে বোমাগুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নির্দল প্রার্থীর মিছিলে গুলি ও মৃত্যুর ঘটনার খবর পেয়েই শুক্রবারই আরাবুলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেদিনই রাতে গ্রেফতার করা হয় ভাঙরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। বাড়ির পিছনের মাঠ থেকে মোবাইল ফোনের সূত্র ধরে আরাবুলকে গ্রেফতার করেছে বারুইপুর জেলা পুলিস। আরাবুলের এক সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে। দুজনের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করা হয়েছে। খোঁজ চলছে আরাবুলের ভাই খুদের। এই ঘটনায় খুদেই মূল অভিযুক্ত। মৃত্যুর ঘটনায় কীভাবে ঘটল তা জানতে চেয়ে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন। এই ঘটনাক্রমের মধ্যে হঠাত্ করে আরাবুলের বাড়ির পিছনে এই বিপুল পরিমাণ বোমা দেখতে পাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।আরও পড়ুন- ঘটনাস্থলে ছিলাম না, আমি নির্দোষ : আরাবুল ইসলাম


কিন্তু, এত বোমা কেন মজুত করা হয়েছিল? এলাকার সাধারণ মানুষ বলছেন, এখান থেকেই ভোটের দিন দুষ্কৃতিদের চালনা করার পরিকল্পনা ছিল আরাবুলের। সেজন্যই অসংখ্য বোমা জমিয়ে রেখেছিল তৃণমূলের এই নেতা। দেখুন, এক্সক্লুসিভ ভিডিও-



আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশ, নির্দল সমর্থক খুনের ঘটনায় গ্রেফতার আরাবুল ইসলাম