নিজস্ব প্রতিবেদন: প্রশ্নফাঁস রুখতে এবার কোমর বেঁধে ময়দানে নামল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রের বাইরে বেরিয়ে যাওয়া রুখতে পদক্ষেপ করল তারা। জানানো হয়েছে, এবার থেকে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের বুকলেটেই লিখতে হবে উত্তর। তবে সংসদের তরফে নতুন নিয়মের কারণ হিসাবে অন্য যুক্তি খাড়া করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, ২০২০ সালের উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্রেই লিখতে হবে উত্তর। প্রশ্নপত্র ও উত্তরপত্র আলাদা হলে পরীক্ষকদের খাতা দেখতে অসুবিধা হচ্ছে বলে জানানো হয়েছে তাদের তরফে। 


যদিও তা মানতে নারাজ বিরোধীরা। তাদের দাবি, পর পর বেশ কয়েক বছর পরীক্ষার মরশুমে প্রশ্নফাঁস নিয়ে মুখ পুড়েছে সরকারের। প্রশাসনের দাবি, পরীক্ষা শুরুর পর পরীক্ষাকেন্দ্রে জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে প্রশ্নপত্র। প্রশ্নপত্র ও উত্তরপত্র অভিন্ন হলে এই পদ্ধতিতে প্রশ্নফাঁস সম্ভব হবে না। অবাধ হবে পরীক্ষা।