নিজস্ব প্রতিবেদন: দলীয় কার্যালয়ে ঢুকে আইএনটিটিইউসি-র নেতা-সহ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল সিপিএম-বিজেপি আশ্রীত দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার পায়রাডাঙ্গা রেলস্টেশনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



অভিযোগ, বিশ্বকর্মা পুজো শেষে পায়রাডাঙ্গার গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন সেরে আইএনটিটিইউসি সদস্যরা পিকনিক করছিলেন। সেই সময় সিপিএম এবং বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা তাঁদের কাছে টাকা দাবি করে। ৫০০ টাকা তাঁদেরকে দেওয়াও হয় বলে দাবি আইএনটিটিইউসি-র।  আরও বেশি টাকা দাবি করা হয় বলে অভিযোগ।


 শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে চড়াও হয় সিপিএম এবং বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা। আইএনটিটিইউসি পায়রাডাঙ্গা শাখার সম্পাদক বিশ্বজিত্ সরকার ও এক কর্মী তপন সাহাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।


শনিবারের পাল্টা, আরামবাগে তৃণমূল নেতাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর বিজেপির


বর্তমানে দুজন রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের ঘটনায় রানাঘাট জিআরপি এবং রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তবে সিপিএম ও বিজেপি দুজনই অভিযোগ অস্বীকার করেছে।