নিজস্ব প্রতিবেদন: বাগদায় গুলি চালনোর ঘটনায় নতুন করে বিতর্কে জড়াল পুলিস। শুক্রবার বনগাঁ কোর্টের ভরা এজলাসে আইনজীবীদের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন তদন্তকারী পুলিস অফিসার। ঘটনার প্রতিবাদে এ দিন সন্ধেয় বনগাঁর পুলিস সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার বাগদার রনঘাটে পুলিসের উপরে হামলার অভিযোগে ধৃত ৫ গ্রামবাসীকে তোলা হয় শুক্রবার বনগাঁর এসিজেএম দেবাশিস সাঁতরার এজলাসে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন তদন্তকারী অফিসার আসাদুর রহমান। আইনজীবীদের অভিযোগ, আদালতের ভিতরে দাঁড়িয়ে ওই পুলিস অফিসার মন্তব্য করেন,''গুলি চালিয়ে বেশ করেছি। দরকার হলে কোর্টের মধ্যেও চালাব। আপনারা যা করার করে নিন।' 


এই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখান আইনজীবীরা। এসআই আসাদুর রহমানের বিরুদ্ধে দাখিল করা হয় পিটিশন। তাঁরা বিরুদ্ধে ৫০৬ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেন বিচারক। পরে তাকে ১০০০ টাকার নিজস্ব বন্ডে জামিন পান আসাদুর। এই মামলাটি জেএম কোর্টে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় কোনও মন্তব্য করতে চাননি জেলার পুলিস সুপার। সরকারি আইনজীবী সমীর দাস বলেন,''আদালতের মধ্যে বেঁফাস মন্তব্য করে ফেলেন। স্বতঃপ্রণোদিত মামলাও হয়েছে। তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইনজীবীরা। সম্ভবত হতাশা থেকে এই মন্তব্য করেছেন ওই তদন্তকারী অফিসার।'' 


অন্যদিকে, এদিন সন্ধেয় পুলিস সুপারের দফতরে স্মারকলিপি জমা দেন বিজেপি কর্মীরা। বাটা মোড় অবরোধ করে বিক্ষোভও দেখান তাঁরা। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব বলেন,''আদালত চত্বরে পুলিস অফিসারের গুলি চালানোর হুমকি-সহ এসপি অফিসের দুর্ব্যবহার বিরুদ্ধে প্রতিবাদ। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুলিস অফিসারকে সাসপেন্ড করার দাবিও জানাচ্ছি।'' এই দাবি মানা না হলে বনগাঁয় আগুন জ্বলবে বলেও হুমকি দেন তিনি। এই বিষয়টি রাজ্যপাল ও রাজ্য সভাপতিকে দিলীপ ঘোষকে জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।