IPL 2022 Betting: IPL-এর প্রতি ম্যাচে `উড়ছে` হাজার হাজার টাকা! জেলায় বড়সড় বেটিং চক্রের পর্দা `ফাঁস`
বিভিন্ন বাজার এলাকায় সক্রিয় এই চক্র। লক্ষ লক্ষ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল-এর (IPL 2022 Betting) সঙ্গে যুক্ত এক বড়সড় বেটিং চক্রের হদিস পেল পুলিস। গোপন অভিযানে গ্রেফতার এক। ওই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজ চলছে। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জের ফাটাপুকুর বাজার এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় জলপাইগুড়ির রাজগঞ্জ থানার পুলিস। এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আবদুল রহিম, বয়স ৩৬। ধৃতের বাড়ি রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের পয়াচারি গ্রামে। পুলিস সূত্রে খবর, আবদুল একজন ব্যবসায়ী হলেও, প্রায় তিন বছর ধরে আইপিএল বেটিংয়ের (IPL 2022 Betting) সঙ্গে যুক্ত। বিভিন্ন বাজার এলাকায় সক্রিয় এই চক্র। এই চক্রের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।
ধৃতের কাছ থেকে নগদ ৪ হাজার ৫০০ টাকা এবং ২টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিস। রবিবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। তাকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিস।