নিজস্ব প্রতিবেদন: লোকাল ট্রেনের পাশাপশি এবার বাতিল হল দূরপাল্লার ট্রেন। হয়রানির চূড়ান্ত যাত্রীদের। বাদুরঝোলা হয়ে কোনওমতে যেতে হচ্ছে যাত্রীদের। গতবছর ঠিক একই একই সিদ্ধান্ত নিতে হয়েছিল। পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল ভারতের ট্রেন পরিষেবা। গতকাল পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চলাচল বন্ধ করা হয়। এর পরই পশ্চিমবঙ্গ বিহার, ঝাড়খন্ডে মিলিয়ে অন্তত ১৬ টি ট্রেন বাতিল করা হয়েছে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, আগামী ৭ মে থেকে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হবে ১৬ টি ট্রেন।  করোনার দ্বিতীয় ঢেউয়ে যাত্রীদের সংখ্যা হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতিতে ট্রেন চালানো ব্যয়সাধ্য হয়ে পড়ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 



কোন কোন ট্রেনকে বাতিল করা হয়েছে? 



  • ০২০১৯ এবং ০২০২০ হাওড়া রাঁচি স্পেশাল এক্সপ্রেস হাওড়া - রাঁচি (রুট- দুর্গাপুর, আসানসোল, ধনবাদ, বোকারো স্টিল সিটি)

  • ০৩০২৭ এবং ০৩০২৮ হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল এক্সপ্রেস

  • ০৩০৪৭, ০৩০৪৮ হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস

  • ০৩১১৭০০০ এবং ০৩১১৮ কলকাতা-লালগোলা এক্সপ্রেস

  • ০৩৫০২ এবং ০৩৫০১ হলদিয়া-আসানসোল

  • ০৩১৮৭ এবং ০৩১৮৮ শিয়ালদহ -রামপুরহাট

  • এছাড়া জামালপুরের ভাগলপুর, কিউল, মোকামা, বার্হ, বখতিয়ারপুর, ফতুহা, পাটনা শহর এবং পাটনা জংশন থেকে দানাপুরের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।