নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সন্ধেয় প্রবল বৃষ্টিতে ভিজেছে কলকাতা। জেলাতেও বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।  তবে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দিল্লির হিংসার প্রতিবাদে বুধবার ব্লকে ব্লকে ধিক্কার মিছিল তৃণমূলের  


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহজুড়েই বৃষ্টি হতে পারে রাজ্যে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। আজ ও কাল দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি।


পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হাওয়ার সংঘাতে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর জেরেই রাজ্যে ঢুকেছে প্রচুর জলীয় বাষ্প। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে অধিকাংশ জেলাতেই।


আরও পড়ুন-বাংলার হিংসার নিন্দাও দরকার: ধনখড়, নন্দীগ্রাম ছাড়া কোথাও হয়নি, পাল্টা ফিরহাদের


কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি । যা স্বাভাবিকের ১ ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬.২ মিলিমিটার।