বড়দিনের রাতে থাকছে ঠান্ডা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে
জাঁকিয়ে শীত না পড়লেও বৃষ্টির পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের। সেই অনুযায়ী বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম-সহ বেশ কিছু জেলায়
নিজস্ব প্রতিবেদন: আপাতত থাকছে শীতের আমেজ। এবার বড়দিন হবে উষ্ণ। এমনটাই পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের। তবে তেমনটা হচ্ছে না। শীতের আমেজ থাকবে। বড়দিনে রাতে থাকছে ঠান্ডা।
আরও পড়ুন-স্বাভাবিক হচ্ছে কাশ্মীর, ৭২ কোম্পানি বাহিনী প্রত্যাহার করে বোঝাল কেন্দ্র
জাঁকিয়ে শীত না পড়লেও বৃষ্টির পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের। সেই অনুযায়ী বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম-সহ বেশ কিছু জেলায়। তবে বৃষ্টি হবে না কলকাতায়। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি।
আরও পড়ুন-রাজার বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে সৌদিতে গ্রেফতার কর্ণাটকের যুবক
কয়েকদিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছিল। সঙ্গে ছিল উত্তুরে হাওয়ার দাপট। যার ফলে শনিবার কৃষ্ণনগর-সহ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ হয়। কলকাতাতেও জাঁকিয়ে পড়েছিল শীত। তবে রবিবার থেকে মেঘ এবং কুয়াশার জেরে উত্তরে হাওয়া বাধা পাচ্ছে। ফলে গত কয়েকদিনের তুলনায় ঠান্ডা কিছুটা কমেছে শহরে। আর এই কারনে শহরে বড়দিনে জাঁকিয়ে ঠান্ডা পড়ছে না শহরে।