আমার নোবেল এবার ফেরত দিক অমিত শাহ, হাওড়া ব্রিজের মাথায় চড়ে দাবি মহিলার
তাঁর বাড়িতে কে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর কোনও মানসিক সমস্যা আছে কিনা তাও দেখা হবে বলে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আমার নোবেলের হার্ডকপি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রেখে দেওয়া আছে, অমর্ত্য সেন জানেন। আমার স্যারোগেসির রিসার্চ চুরি করা হয়েছে।" এভাবেই একনাগাড়ে বলে যাচ্ছিলেন মহিলা। শনিবার ঝড়-জলের সন্ধেতেই হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়েন এক মাঝবয়সী মহিলা।
এদিন তাঁকে নিয়ে কার্যত তাঁকে নিয়ে শোরগোল পড়ে যায় হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজের চার নম্বর পিলার থেকে ডলি বসু নামে ওই মহিলা চিৎকার করে জানাতে থাকেন তাঁর স্যারোগেসি রিসার্চ ওয়ার্ক চুরি করে নেওয়া হয়েছে। এরপর দমকল এবং পুলিসের আপ্রাণ চেষ্টায় তাঁকে নীচে নামানো হয়। অশোক নগরের বাসিন্দা ওই মহিলা নিজেকে স্কুল শিক্ষিকা বলে দাবি করেছেন। তবে কোনও স্কুলের নাম বলতে পারেননি তিনি। এরপর নর্থ পোর্ট থানায় নিয়ে যাওয়া হয়।
তাঁর বাড়িতে কে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর কোনও মানসিক সমস্যা আছে কিনা তাও দেখা হবে বলে জানানো হয়েছে।