নিজস্ব প্রতিবেদন : ডায়মন্ডহারবারের সুলতানপুরে কর্মীসভায় বক্তব্য রাখছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি J P Nadda। এদিন ডায়মন্ডহারবারে আসার পথে শিরাকোলে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ে নাড্ডার কনভয়। বিজেপি নেতাদের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সভায় বক্তব্য রাখতে উঠেই এঘটনায় রাজ্য সরকারকে তথা তৃণমূল সরকারকে তোপ দাগলেন জে পি নাড্ডা। তিনি বলেন,


- মা দুর্গার কৃপায় আজ আমি এখানে আসতে পেরেছি।


- বাংলায় গুন্ডারাজ চলছে।


- মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আইন-শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে।


- মুকুলজির চোট লেগেছে। কৈলাস বিজয়বর্গীয় আহত।


- গুন্ডারাজের সরকাকে উত্খাত্ করে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।


- বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিজেপি কর্মীরা লড়ছেন।


- প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে। প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে।


- নির্বাচনের প্রস্তুতি শুরু করে দাও কর্মীরা। 


- কাটমানির সরকার চলছে। 


- কেন্দ্র এখানে যে চাল পাঠাচ্ছে, তা লুঠ হয়ে যাচ্ছে। 


- আমফানে ১০০০ কোটি টাকা অগ্রিম দেওয়া হয়। সেই টাকা নিয়েও দুর্নীতি হয়েছে। 


- দুর্নীতি ঢাকা দিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


- এবার নির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্যায়কে ছুটি করে দিন। অনেকদিন কাজ করেছেন। এবার বিশ্রাম নেওয়ার সময় হয়েছে। বিজেপি এবার কাজ করবে।


- কিষাণ যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করতে হবে।


 - সাধারণ মানুষ বিজেপিকে চায়। বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে।


- এলাকায় এলাকায় যান, মানুষের সঙ্গে কথা বলুন। তাঁদের অভাব-অভিযোগ শুনুন। সভা করুন।


- ডায়মন্ডহারবারেও এবার বিজেপি জিতবে। বাংলায় পদ্মফুল ফুটতে চলেছে।


রবীন্দ্রনাথ শুধু বাঙালি বা ভারতীয়দের নয়, গোটা বিশ্ববাসীর গর্ব। আজকের দিনেই ১৯১৩ সালে তিনি তাঁর 'গীতাঞ্জলি'  কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।


রাজনৈতিক মহলের মতে, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে জনসভা থেকেই বাংলায় বিজেপির নির্বাচনী প্রচারের সুর চড়া তারে বেঁধে দিলেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার।    


আরও পড়ুন, শিরাকোলে ধুন্ধুমার, আটকে পড়ল Nadda-র কনভয়, বিজয়বর্গীয়র গাড়ি ভাঙচুরের অভিযোগ