Saayoni Ghosh | Jadavpur Lok Sabha Election 2024: ভাঙড়ে তৃণমূল-আইএসএফ খণ্ডযুদ্ধ! `ইন্ডিয়ান সন্ত্রাসবাদী ফ্রন্ট`, কটাক্ষ সায়নীর
Jadavpur Lok Sabha Election 2024 Voting: তৃণমূল কংগ্রেসের আহত ৭। আইএসএফ-এর আহত ৪। আইএসএফ এজেন্ট ও ভোটারদের ভোটদান কেন্দ্রে যাওয়ার আগেই ফিরিয়ে দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
Jadavpur Lok Sabha Election 2024 Update: শেষ দফার ভোটে ব্যাপক উত্তেজনা জায়গায় জায়গায়। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। কোথাও এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। কোথাও প্রার্থীকে বাধা দেওয়া হচ্ছে। কোথাও আবার ভুয়ো ভোটারের ছাপ্পা মারার অভিযোগ। তবে সবথেকে বেশি গন্ডগোল ভাঙড়ে। ভোটের আগের দিন রাত থেকেই উত্তপ্ত। সকালে ভোটগ্রহণ শুরু হতেই ফের নতুন করে উত্তেজনা ছড়াল ভাঙড়ে।
ভাঙড়ের নলমুড়িতে আইএসএফ-তৃণমূল কংগ্রেসের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ঘটনায় দুপক্ষের বেশ কয়েজন আহত হন। মাথা ফাটে একাধিক জনের। জানা গিয়েছে, ভোটের শুরুতে বুথ এজেন্ট বসানোকে নিয়ে বচসার সূত্রপাত। সেই বচসা-ই তারপর হাতাহাতিতে গড়ায়। ব্যাপক ঝামেলা বাধে। দুপক্ষ-ই দুপক্ষকে মারধর করে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের ৭ জন আহত হন। নলমুড়ি হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিস। ঘটনাস্থলে পৌঁছন জয়েন্ট সিপি শুভঙ্কর সিনহা। পুলিস পৌঁছালে পুলিসকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখাতে থাকেন আইএসএফ সমর্থকরা। আহত হন আইএসএফ নেতা রাহুল মোল্লা সহ বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে ৪ আইএসএফ কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলকাতায় হাসপাতালে পাঠায় পুলিস।
আইএসএফ এজেন্ট ও ভোটারদের ভোটদান কেন্দ্রে যাওয়ার আগেই ফিরিয়ে দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। পুমলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ১৮ নম্বর বুথে আইএসএফ এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এমনকি আইএসএফ কর্মী-সমর্থকদেরও ভোটদান কেন্দ্রে যাওয়ার আগেই রাস্তা থেকেই তৃণমূল কর্মীরা ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ। আনন্দপাড়া এলাকাতেও ভোটাররা ভোট দিতে পারছেন না বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। খবর পেয়ে বুথ চত্বরে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।
ওদিকে ভোটের দিন বাড়ি থেকে বেরিয়ে সায়নী ঘোষ বলেন, "আজ মূল নজর থাকবে ভাঙড়ের দিকে। আইএসএফ হল ইন্ডিয়ান সন্ত্রাসবাদী ফ্রন্ট। ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝে ওরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।" তোপ দাগেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। উল্লেখ্য, ভোটের আগের রাতেই তপ্ত হয়ে ওঠে ভাঙড়। রানিগাছিতে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ বাধে। আইএসএফ এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। প্রার্থী নুর আলম খান ঘটনাস্থলে গেলে তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। রাতভর বিভিন্ন জায়গায় বোমাবাজি চলে।
WB Lok Sabha Election 7th phase Voting Live: তৃণমূলকর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন তন্ময়
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)