চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা ঘিরে উন্মাদনা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
দুর্গাপুজোর কার্নিভ্যাল নজর কেড়েছে বিশ্ববাসীর।প্রস্তুত চন্দননগরও।
নিজস্ব প্রতিবেদন: মন ভাল নেই চন্দননগরের। আজ মাকে বিদায় দেওয়ার দিন। সোমবার থেকে আবার ভাঙা হাট। রবিবার চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। শহরের সমস্ত সেরা পুজোর প্রদর্শনী।
দুর্গাপুজোর কার্নিভ্যাল নজর কেড়েছে বিশ্ববাসীর।প্রস্তুত চন্দননগরও। রাত বাড়লেই কার্নিভ্যালের রঙে সেজে উঠবে ফরাসডাঙা। সেন্ট্রাল কমিটির নজরদারিতে সুশৃঙ্খলভাবে একের পর এক প্রতিমা শহর পরিক্রমা করবে। তারপর গঙ্গাবক্ষে প্রতিমা বিসর্জন। শোভাযাত্রা দেখতে দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থীর সমাগম হয় এখানে।
আরও পড়ুন: সুখী নতুন বউয়ের ব্যবহারে মুগ্ধ আত্মীয় থেকে প্রতিবেশীরা, কিন্তু আসলে এই মেয়ের জীবনে যা চলছিল...
জলপথে জগদ্দল,শ্যামনগরের ঘাট পেরিয়েও শহরে আসেন দর্শনার্থীরা। কারণ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের একটা নিজস্ব ঘরানা আছে। তা দেখতেই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমান।
আরও পড়ুন: বিয়ের ১ বছরে মেটেনি চাহিদা, কালীপুজোর রাতে নিজের স্ত্রীকে ভরা রাস্তায় যা করলেন স্বামী
চন্দননগর হল জগদ্ধাত্রীর শহর। সারা বছর পুজোর অপেক্ষাতেই তাকিয়ে থাকে প্রাচীন এই শহর। মায়ের বিদায় যাত্রায় তাই কিছুটা হলেও বিষন্ন ক্লাব উদ্যোক্তারা। চলছে বিসর্জনের প্রস্তুতি। শোভাযাত্রা ঘিরে রয়েছে চরম উন্মাদনা।