নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে (Jammu & Kashmir) সিআরপিএফের কনভয়ে জঙ্গিদের হামলায় গুরুতর জখম হন। চেষ্টাও করে তাঁকে বাঁচাতে পারলেন না চিকিৎসকরা। সোমবার মৃত্যু হল জগন্নাথ রায়ের। ধূপগুড়িতে তাঁর বাড়ি মৃত্যু সংবাদ আসার পর থেকে শোকের ছায়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধুপগুড়ির (Dhupguri) পশ্চিম শালবাড়িতে থাকতেন জগন্নাথ রায়। শনিবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পরিজনরা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। সোমবার সন্ধেয় এল তাঁর মৃত্যুর খবর। জগন্নাথের বাবা গত হয়েছেন আগেই। ষাটোর্ধ্ব মা প্রমীলা রায়। জগন্নাথ ও তাঁর স্ত্রীর একটি পুত্রসন্তান রয়েছে। 


গত ২৫ মার্চ জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) শ্রীনগরের লাওায়পোরা এলাকায় আধা সামরিক বাহিনীর উপরে হামলা করে সন্ত্রাসীরা। জঙ্গিদের গুলিতে শহিদ হন ২ জওয়ান। আহত হন ৩ জন। তাঁদের নিয়ে যাওয়া হয় সেনা হাসপাতালে। জওয়ানরা ছিলেন সিআরপিএফের ৭৩ ব্যাটলিয়নের সদস্য। তাঁরা শ্রীনগর-বারমুলার জাতীয় সড়কে টহলদারি করছিলেন।  


আরও পড়ুন- WB assembly election 2021 : আক্রমণ করলেই দ্বিতীয় দফায় বাহিনীকে গুলি চালানোর নজিরবিহীন নির্দেশ কমিশনের