নিজস্ব প্রতিবেদন: বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রামের ৪টি আসনের মধ্যে একটিও পায়নি বিজেপি।  তার পরে এবার ধাক্কা জেলা সংগঠনে। দল ও পদ ছাড়লেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সহ সভাপতি উত্পল দাস মহাপাত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রাজ্যর নতুন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা


লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী ঝাড়গ্রামের(Jhargram) চার বিধানসভায় তৃণমূলের থেকে খানিকটা এগিয়েছিল বিজেপি। তার পরেও জেলার ৪ আসনের মধ্যে একটিতেও দাঁত ফোটাতে পারেনি বিজেপি। প্রসঙ্গত, গত বিধানসভা ভোটেও কোনও আসন পায়নি বিজেপি।


কেন এমন পদক্ষেপ? উত্পল দাস মহাপাত্র বলেন, জেলা বিজেপির শুদ্ধিকরণের প্রয়োজন ছিল। তা আজও হয়নি। আর হবে বলেও মনে হয় না। বিশেষকরে ঝাড়গ্রাম জেলায় দীর্ঘদিনের স্বজনপোষণ ও লবির ফল আজ দলের কর্মীদের পেতে হচ্ছে।


আরও পড়ুন-অবসর নিলেন আলাপন, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ Mamata-র  


উত্পলবাবু আরও বলেন, অনেক আগেই দল ছাড়তে চেয়েছিলাম। তবে দেরিতে হলেও পদ ও দল ছাড়লাম। ব্যক্তিগতভাবে মানুষের ভালোর জন্য কাজ করে যাব।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)