নিজস্ব প্রতিবেদন : বছরের প্রথম দিনটায় ঝটিকা সফরে আপত্তি থাকার কথা নয় কারও। কিন্তু ভিড়ভাট্টা এড়িয়ে মন মতো জায়গা খুঁজে পাওয়াই মুশকিল। যেখানে নিভৃতে কিছু সময় কাটানো যাবে প্রকৃতির কোলে। তেমন ইচ্ছা থাকলে আপনার গন্তব্য হতেই পারে কাটোয়ার কেতুগ্রামের 'জলবাড়ি'। নিরিবিলি এই পর্যটনকেন্দ্র কিন্তু গড়ে উঠেছে বেসরকারি উদ্যোগেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রকৃতি ও পর্যটনকে মিলিয়েছে কাটোয়ার বেলুনগ্রামের এই জলবাড়ি। পোশাকি নাম ‘ওয়াইল্ড লাইফ রিসার্চ সেন্টার’। ২৭ একর জমির উপর গড়ে উঠেছে এই পর্যটনকেন্দ্র।



১০ বছর আগে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছিল এই 'জলবাড়ি'। তপোবনের আদলে গড়ে তোলা হয় এই বাড়ি। পর্যটন কেন্দ্রের পরিসরে রয়েছে ২৫০ রকমের পাখি, ১৮০ রকমের প্রজাপতি, ১৬ রকমের কীটপতঙ্গ, ২৪ রকম সাপ ও ১১৮ রকমের মাছ। মানুষ ও বন্যপ্রাণের সহাবস্থানের মাধ্যমে আলাপ-পরিচয়, বন্ধুত্ব গড়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য।  



'জলবাড়ি'র ঘরের মেঝের নিচেই নির্ভয়ে নিরাপদে বিচরণ করে মাছেরা। ঘরের মধ্যেই রয়েছে প্রাকৃতিক স্নানঘর। আবার জঙ্গলের মধ্যে প্রকৃতির কোলে রয়েছে আধুনিক সুবিধাযুক্ত শৌচাগার। রাতে বাড়ির উঠোনে ঘুরে বেড়ায় মেছো বিড়াল ও শিয়ালের দল।  অতিথিদের বাড়তি পাওনা এই লুপ্তপ্রায় জীব জন্তুদের দর্শন।



বাড়ি ঘিরে রয়েছে অসংখ্য ফুল-ফলের গাছ। শীর্ণকায়া শিবাই নদী পরম স্নেহে আগলে রেখেছে জলবাড়িকে। শিবাইতে রয়েছে নৌকাবিহারের ব্যবস্থাও। আপনাকে নিয়ে পানসি ভাসিয়ে দরাজ গলায় গান ধরবেন মাঝি।


আরও পড়ুন, ডুয়ার্সে শুরু হল তিস্তা-রঙ্গিত পর্যটন উত্সব




প্রকৃতির কোলে গড়ে ওঠা 'জলবাড়ি' নিজেই যেন এক আস্ত জনপদ। ব্যস্ত শহুরে জীবন থেকে কয়েকদিনের প্রবাস কিন্তু নতুন উদ্যম দিতেই পারে।