নিজস্ব প্রতিবেদন: রাজ্যের বিভিন্ন জেলায় এখন চলছে তৃণমূলের পার্টি অফিস দখলের হিড়িক। জলপাইগুড়িতে এরকমই এক দখল হয়ে যাওয়া পার্টি অফিস উদ্ধার করতে এসে বিজেপির বিক্ষোভের মুখে পড়ে গেলেন জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তি। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আমাকে বাঁচান’, প্রতিবেশীর দরজায় আর্জি রক্তাক্ত বধূর


রবিবার সন্ধ্যায় টেকাটুলিতে বিজেপির দখল করা দলীয় শাখা অফিস উদ্ধার করে ময়নাগুড়ির জর্দা সেতু দিয়ে জলপাইগুড়ি ফিরছিলেন সৌরভ। এনিয়ে পুলিস সুপারের সঙ্গে কথাও বলেন তিনি। এরপরেই একদল বিজেপি সমর্থক পুলিসের কাছে আসেন। সেসময়ই তারা সামনে সৌরভকে পেয়ে যান। তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সৌরভের গাড়ি লক্ষ করে ঢিল ছোড়া হয় এবং তাতেই গাড়ির পেছন দিকের কাঁচ ভেঙে যায়। এনিয়ে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল।



আরও পড়ুন-কাঁকিনারায় বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ


ঘটনায় বিজেপির জেলা সম্পাদক বাপী গোস্বামী জানান তৃণমুল এখন অস্তিত্ব বিহীন। নিজেই এই ঘটনা ঘটিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।


অন্যদিকে, জলপাইগুড়ি পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন আমি নিজে ময়নাগুড়িতে তদন্তে এসেছি। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।