Jalpaiguri: তীব্র গরমের মধ্যেই স্বস্তির বৃষ্টি জলপাইগুড়ি জেলায়
বৃহস্পতিবার জলপাইগুড়িতে সকাল থেকেই মেঘলা আকাশ। সঙ্গে বইছে মৃদু হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবারই বিক্ষিপ্তভাবে জেলা জুড়েই ঝড় ও শিলাবৃষ্টি লক্ষ্য করা গিয়েছে।
প্রদ্যুৎ দাস: তীব্র গরমের মধ্যেই স্বস্তির খবর জলপাইগুড়ি জেলা জুড়ে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। বুধবার বিকেলের পর থেকে খানিকটা হলেও স্বস্তির বৃষ্টি জেলা জুড়ে।
বৃহস্পতিবার জলপাইগুড়িতে সকাল থেকেই মেঘলা আকাশ। সঙ্গে বইছে মৃদু হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবারই বিক্ষিপ্তভাবে জেলা জুড়েই ঝড় ও শিলাবৃষ্টি লক্ষ্য করা গিয়েছে।
তবে এদিন সকাল থেকে আকাশ মেঘলা থাকায় গরমের অনুভব অনেকটাই কম। আর এতেই কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন জলপাইগুড়ির বাসিন্দারা।
একদিকে বুধবার থেকেই শুরু হয়েছে আমাবস্যা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলবে সেই অমাবস্যা।
আরও পড়ুন: Nadia: দলীয় পদ নিয়ে দ্বিচারিতার অভিযোগ, দলীয় বৈঠক থেকে পদত্যাগ তৃণমূল নেতার
জানা গিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জুড়ে বৃষ্টি চলছে এবং চলবে। বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরে উপরের দিকে জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে।
আরও পড়ুন: Bengal Weather Today: বৃহস্পতিবারও তাপপ্রবাহের সম্ভাবনা, রবিবার থেকে বৃষ্টি হতে পারে কলকাতায়
মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃহস্পতিবারও তাপ প্রবাহের সতর্কতা থাকছে। পাহাড়ি এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে শুক্রবার পর্যন্ত। একই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।