Jalpaiguri: বদলা! জেল থেকে বাড়ি ফিরতেই কুপিয়ে খুন অভিযুক্ত বৃদ্ধকে
প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস
প্রদ্যুত্ দাস: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বিবাদের জেরে ২০২১ সালের অগাস্ট মাসে খুন হন জলপাইগুড়ির শহর সংলগ্ন এক যুবক। সেই ঘটনায় অভিযুক্ত আজ ঘরে ফিরতেই তাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মৃত যুবকের পরিবারের বিরুদ্ধে।
উল্লেখ্য, গত বছর অগাস্ট মাসে খুন হন জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্ত নগর কলোনীর যুবক রাজা বসাক। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে হওয়া এক বিবাদের জেরে খুন হন রাজা। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন দীনেশ বর্মন(৭১) নামে এক বৃদ্ধ। ওই খুনের ঘটনায় জড়িয়ে জেল হয় দীনেশের। দু'মাস আগেই তিনি জেল থেকে ছাড়া পান।
এদিকে, জেল থেকে ছাড়া পেয়ে দীনেশ ২ মাস ছিলেন এক আত্মীয়ের বাড়িতে। রবিবারই আত্মীয়দের নিয়ে তিনি বাড়ি ফেরেন। অভিযোগ, বাড়ি ফিরতেই ধারাল অস্ত্র ও কাঠের বাটাম নিয়ে দীনেশের উপরে চড়াও হয় রাজার বাড়ির লোকজন। ওইসব অস্ত্র দিয়েই পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ দীনেশের পরিবারের। এর পাশাপাশি তার বাড়িতেও ভাঙচুর চালানো হয়।
প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস।
পুলিস জানিয়েছে, রাজা বসাকের বাবা, ভাই-সহ পরিবারের বাকী সদস্যরা পলাতক। তাদের খোঁজ চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন এবং খুনে ব্যবহৃত ধারাল অস্ত্র এবং কাঠের বাটাম উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন-ত্রিপুরার উপনির্বাচনে জয়জয়কার বিজেপির, ৪ আসনের মধ্যে ৩টিতে জয়ী গেরুয়া শিবির