নিজস্ব প্রতিবেদন : ভাগ্নের হাতে 'খুন' মামা। গুরুতর আহত মামী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে (Jalpaiguri Murder)। মৃতের নাম অজিত কুমার দাস। অভিযুক্ত ভাগ্নে প্রসেনজিৎ দাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে মামাকে বেধড়ক মারধর করে ভাগ্নে। মারের চোটেই মামার মৃত্যু হয় (Jalpaiguri Murder)। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জলপাইগুড়ির পাতকাটা কলোনি এলাকায় অজিত সরকারের বাড়িতে আসে ধূপগুড়ির দেশবন্ধু নগর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস। সম্পর্কে দুজনে মামা-ভাগ্নে। একটি বিষয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। সেই বিবাদ গড়ায় মারামারিতে।


অভিযোগ, লোহার রড নিয়ে ভাগ্নে প্রসেনজিৎ মামা অজিত কুমার সরকারের উপর ঝাপিয়ে পড়ে। বেধড়ক মারধর করে। ভাসুরকে বাঁচতে ছুটে আসে অজিত কুমারের ভাইয়ের বউ আলো সরকার। তাঁকেও প্রসেনজিৎ দাস মারধর করে। এরপরই আহতদের চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। বেগতিক দেখে পালাতে যায় প্রসেনজিৎ। তাকে ধরে ফেলেন সবাই। পাল্টা মারধর করা হয় অভিযুক্ত প্রসেনজিৎকেও। অন্যদিকে মামা অজিত কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 


বর্তমানে অভিযুক্ত প্রসেনজিৎ-ও জখম অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে আলো সরকার শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। এই ঘটনায় তদন্ত শুরু করেছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস।


আরও পড়ুন, Kolkata Molestation: ঝিমুনি এসেছিল তরুণীর, 'সুযোগ' বুঝে চলন্ত বাসের মধ্যেই তরুণীর সঙ্গে 'কুকর্ম' যুবকের


Tapan Kandu Murder : তপন কান্দু খুনে রাজ্য সরকার ও পুলিসকে 'কড়া' নির্দেশ কলকাতা হাইকোর্টের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)