নিজস্ব প্রতিবেদন: হুমকি ও ভয় দেখিয়ে দিদির বাড়ির পরিচারিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠলো জলপাইগুড়ির এক গোয়েন্দা পুলিস অফিসারের বিরুদ্ধে। বুধবার রাতে জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। পলাতক অভিযুক্তের পরিবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জলপাইগুড়ি কংগ্রেস পাড়া এলাকার বাসিন্দা মনীন্দ্রনাথ বর্মনের বাড়িতে দীর্ঘদিন ধরে থাকেন ওই তরুণী। বছর কয়েক আগে দিদির বাড়ির কাছে বাড়ি করেন অভিযুক্ত পুলিশ অফিসার প্রবীর রায় (৩৫)।


পেশাগত কারনে মাঝে মাঝেই প্রবীরবাবুর স্ত্রীকে বাইরে যেতে হয়। প্রবীরবাবুদের সন্তানকে সারাক্ষণ দেখভালের জন্য বাড়িতে থাকেন অন্য এক পরিচারিকা। অভিযোগ, স্ত্রীর অনুপস্থিতিতে দিদির বাড়ির পরিচারিকাকে নিজের বাড়িতে নিয়ে যান প্রবীরবাবু। এর পর তাঁকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করেন। ঘটনায় মুখ বুঁজে ছিলেন প্রবীরবাবুর বাড়ির পরিচারিকাও।


শ্যালকের এহেন কাণ্ডে লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড় পেশায় প্রাথমিকের শিক্ষক মণীন্দ্রনাথবাবুর। ঘটনার কথা জেনেই নির্যাতিতাকে পুলিসে অভিযোগের পরামর্শ দেন তিনি। মণীন্দ্রবাবুর দাবি, প্রবীর জেলা গোয়েন্দা পুলিসের সাব ইন্সপেক্টর। সে ভয় দেখিয়ে একাজ করেছে। নির্যাতিতা আমার মেয়ের মতো। ওর শাস্তি চাই। 


বিরোধী ঐক্যের বার্তা দিয়ে অনাস্থা ভোটাভুটিতে হুইপ জারি মমতার


জলপাইগুড়ি মহিলা থানার ওসি উপাসনা গুড়ুং জানান, আমরা অভিযোগ পেয়েছি। ৩৭৬ ধারায় মামলা রুজু করে নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।