নিজস্ব প্রতিবেদন:  বিড়ি সিগারেটের দোকানের আড়ালে চলছিল বেআইনি মদের কারবার। রাতদুপুরে ক্রেতাকে পুলিস ভেবে পালাতে  গিয়ে বিপদ! দোকানদারের ধাক্কায় DVC-র সেচখালে পড়ে যুবকের মৃত্যু। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল জামালপুরের আঝাপুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কনে সেজে তৈরি, ৫ বছর প্রেমের পরও ছাদনাতলায় এলেন না পাত্র!


ডিভিসির সেচখালের ওপর ব্রিজের দুধারে পান, বিড়ি, সিগারেটের দোকান। মঙ্গলবার বাড়ি ফেরার পথে তারই একটিতে ঢুকেছিলেন রাজু সাউ। অন্য দোকানে ঢোকেন তাঁর বাবা। বাড়িতে ওঠার জন্য ছেলেকে ডাকতে যান বাবা। বাবার পরনে খাকি পোশাক দেখেই পুলিস ভেবে পালাতে যান দোকানদার। রাজুকে ধাক্কা মেরে বাইরে পালানোর চেষ্টা করেন তিনি। রাজু ও দোকানদার দুজনেই ডিভিসির সেচখালে গিয়ে পড়ে। দোকানদার প্রাণে বাঁচলেও, সাঁতার না জানায় উঠতে পারেননি রাজু।


পুলিসে এত ভয় কেন?


আরও পড়ুন: 'জয় মা' বলে তলোয়ার হাতে তাণ্ডব, রক্তাক্ত দক্ষিণেশ্বর


স্থানীয়দের দাবি, পান, সিগারেটের ব্যবসার আড়ালে বেআইনি মদের কারবার চলে ওই সব দোকানে।


বুধবার সকালে রাজুর দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। বেআইনি মদ কারবার বন্ধের দাবি তুলেছেন তাঁরা।