নিজস্ব প্রতিবেদন : ধেয়ে আসছে 'জাওয়াদ' (Jawad Cyclone)। আবদাওয়া দফতরের দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী সোমবার দুপুরে 'ল্যান্ডফল' হতে পারে 'জাওয়াদে'র। এমনকি গতিপথ পরিবর্তন করে সুন্দরবনে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বকখালি, নামখানা, গোসাবার উপর দিয়ে বয়ে যেতে পারে 'জাওয়াদ'। দুর্যোগের আগে তাই সবদিক দিয়ে সাবধানতা অবলম্বন করুন। নিজেকে সুরক্ষিত রাখুন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী করবেন আর কী করবেন না (Do's and Dont's)
১) রেডিয়ো, টিভি ও সংবাদপত্রে জাওয়াদের লেটেস্ট আপডেটের দিকে নজর রাখুন। গুজবে কান দেবেন না। অযথা আতঙ্কিত হবেনা না।
২) মোবাইলে আগে থেকেই সম্পূর্ণ চার্জ দিয়ে রাখুন। দুর্যোগের সময় ফোনের নেটওয়ার্ক পেতে সমস্যা হলে এসএমএস ব্যবহার করুন।
৩) জরুরি কাগজপত্র ওয়াটারপ্রুফ ফাইলে বা প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে রাখুন। মূল্যবান জিনিসপত্রও সুরক্ষিত স্থানে রাখুন।
৪) জরুরি কিছু ওষুধ এবং মেডিক্যাল সামগ্রী নিজের সঙ্গে রাখুন।
৫)  অত্যাবশ্যকীয় জিনিস, মোমবাতি, টর্চ, ইমার্জেন্সি লাইট চার্জ দিয়ে হাতের কাছে রাখুন।
৬) আপৎকালীন ব্যবস্থা হিসেবে ঘরে খাবার, পানীয় জল আগে থেকে খানিকটা মজুত করে রাখুন। হাতের কাছে কিছু জামাকাপড়ও প্রস্তুত রাখুন।
৭) দুর্যোগের সময় লোহার গ্রিল ধরবেন না।
৮) ধারালো ধাতব কোনও জিনিস খোলা অবস্থায় ফেলে রাখবেন না। 
৯) বাড়ির পোষ্যদের বাঁধনমুক্ত রাখুন।
১০) দুর্যোগের সময় বাড়ির বিদ্যুৎ ও রান্নার গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে রাখুন। কোনও বৈদ্যুতিক জিনিসে হাত দেবেন না।
১১) দুর্যোগের সময় বাড়ির সব দরজা, জানালা বন্ধ রাখুন। 
১২) দুর্যোগের সময় কাঁচাবাড়ি, ভাঙা বাড়ি বা বিপজ্জনক স্থানে থাকবেন না। আগে থেকেই নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিন। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র বা পাকা স্কুলবাড়িতে গিয়ে উঠুন।
১৩) সেক্ষেত্রে কোভিড পরিস্থিতিতে অবশ্যই সেখানে সামাজিক দূরত্ব মেনে চলবেন। সবসময় মাস্ক পরবেন। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবেন।
১৪) বাইরে থাকলে দুর্যোগের সময় খোলা জায়গায় থাকবেন না। সুরক্ষিত নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিন। অপেক্ষা করবেন যতক্ষণ না দুর্যোগ কাটছে।
১৫) রাস্তায় বিদ্যুতের তার, বিদ্যুতের খুঁটি এড়িয়ে চলুন।
১৬) শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সময় মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না। যাঁরা বাইরে আছেন, তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসুন। নিরাপদ স্থানে নৌকা বেঁধে রাখুন।


আরও পড়ুন, Weather Today: গতিপথ পরিবর্তন জাওয়াদের, শক্তি বাড়িয়ে সুন্দরবনে আছড়ে পড়ার সম্ভাবনা!


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App