Jitendra Tiwari Arrested: `শেষ কথা বলবে আসানসোলের মানুষ`, সাত সকালে আসানসোল আদালতে পেশ জিতেন্দ্র তিওয়ারি
জিতেন্দ্রকে কলকাতায় নিয়ে আসার খবর পেয়েই বিমানবন্দরে চলে আসেন তাঁর মেয়ে ও অন্যান্য় আত্মীয়রা। তাদের এড়িয়ে বিজেপি নেতাকে গাড়িতে তোলে পুলিস। তাঁকে নিয়ে শেষপর্যন্ত দমদম মিউনিসিপ্যাল হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। ভিড়ের চাপ সামাল দিতে বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের গেট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে, দিল্লি থেকে কলকাতার দমদম বিমানবন্দর হয়ে আসানসোলে নিয়ে আসা হয়েছে শনিবার রাত দুটো নাগাদ। জিতেন্দ্র তেওয়ারিকে আসানসোল উত্তর থানায় নিয়ে আসা হয়েছে। দমদমের সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিক্ষা করা হয়েছে রাতেই। এই উওর থানা এলাকাতেই কম্বল বিতরণ কাণ্ড হয়েছিল গত বছর ১৪ ডিসেম্বর। আজ রবিবার তাকে আসানসোল আদালতে তোলা হয়েছে। ইতিমধ্যেই আসানসোল উত্তর থানা এবং আসানসোল আদালত চত্বরে পুলিস মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: Bengal Weather Update: আকাশ ঢাকা কালো মেঘে; ধেয়ে আসছে ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভাসবে বাংলা
আদালতে ঢোকার সময় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘শেষ কথা পুলিসও বলবে না। শেষ কথা বলবে আসানসোলের মানুষ। ২০২৪ অবধি অপেক্ষা করুন। আসানসোলের মানুষ জবাব দিয়ে দেবে’। পুলিসের তরফে বেশি দের না করে সকালেই তাঁর মেডিক্যাল করিয়ে আদালতে নিয়ে আসা হয়। জানা গিয়েছে পুলিস কাস্টোডি চাওয়া হবে পুলিসের তরফে।
নয়ডা এক্সপ্রেসওয়ের একটি জায়গা থেকে গ্রেফতার করে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিস ও গোয়েন্দারা। শেষপর্যন্ত রাত সাড়ে নটার পর তাঁকে নিয়ে কলকাতা বিমানবন্দরে নামে পুলিস।
পুলিসের ঘেরাটোপে কলকাতা বিমানবন্দর থেকে থেকে বেরিয়ে আসার সময় জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘এই সরকার মনে করছে আমাকে জেলে রাখলে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে। তাই আমাকে জেলে রাখছে’।
আরও পড়ুন: Naushad Siddiqui Assaulted: ডিএ মঞ্চে গিয়ে নওশাদকে ধাক্কা বাঁকড়ার বাসিন্দার, কে এই যুবক?
জিতেন্দ্রকে কলকাতায় নিয়ে আসার খবর পেয়েই বিমানবন্দরে চলে আসেন তাঁর মেয়ে ও অন্যান্য় আত্মীয়রা। তাদের এড়িয়ে বিজেপি নেতাকে গাড়িতে তোলে পুলিস। তাঁকে নিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে গাড়ি ঘুরিয়ে যশোর রোড ধরে পুলিস। শেষপর্যন্ত দমদম মিউনিসিপ্যাল হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। ভিড়ের চাপ সামাল দিতে বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের গেট।
গতবছর ডিসেম্বর মাসে কম্বল বিতরণের সময়ে হুড়োহুড়ি পড়ে যায়। তাতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেট সূত্রের খবর, নয়ডায় যমনা এক্সপ্রেসওয়ের একটি জায়গা থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিস ও গোয়েন্দা দফতর।