নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ধরা পড়ল আরও এক জেএমবি জঙ্গি। সোমবার সাঁতরাগাছি রেলস্টেশন থেকে আসিফ ইকবাল ওরফে নাদিমকে গ্রেফতার করে এসটিএফ। জেএমবি জঙ্গি কৌসরের সঙ্গী সে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা আসিফ ইকবাল ওরফে নাদিম। জানা গিয়েছে, ২০১৭ সাল থেকে জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সক্রিয় সদস্য সে। চেন্নাইয়ে তাকে প্রশিক্ষণ দিয়েছিল কৌসর। বেঙ্গালুরুতে কয়েকটি ডাকাতির ঘটনাতেও অভিযুক্ত আসিফ ইকবাল। সেখান থেকে রাজ্যে ফেরার পথে সাঁতরাগাছি স্টেশনে আসিফকে গ্রেফতার করে এসটিএফ। 


মঙ্গলবার আসিফ ইকবালকে তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে। তাকে ৫ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক। 


আরও পড়ুন- বিশ্বের সেরা টয়লেট পেপার পাকিস্তানি পতাকা! বিশ্বাস না হলে গুগল করুন


প্রসঙ্গত, গত বছর ৮ অগাস্ট খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে র মূল অভিযুক্ত কওসরকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়।