বিশ্বজিত্ মিত্র: তৃণমূল কংগ্রেসকে এবার খোলা চ্যালেঞ্জ করলেন নদিয়ার এক বিজেপি নেতা। তাঁর হুমকি, কয়েক ঘণ্টা পুলিস তুলে নিলেই তৃণমূলকে দেখে নেব। এনিয়ে জোর শোরগোল নদিয়ায়। অন্যদিকে, তৃণমূলের পাল্টা হুঁশিয়ারি, সাধারণ মানুষ বিজেপিকে গণতন্ত্রের পাঠ শিখিয়ে দেবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ক্রিশ্চিয়ানোর আছে, কিন্তু এখনও লিওর নেই! জানেন কি কোন ট্রফি?


গত ১৭ ডিসেম্বর রানাঘাটে তৃণমূলের সভায় আসেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভার পাল্টা হিসেবে গতকাল অর্থাৎ ২৩ ডিসেম্বর রানাঘাট ফ্রেন্ডস ক্লাব মাঠে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা সভামঞ্চে আসার আগে মঞ্চে আসেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক আশিস বরণ উকিল। তৃণমূলের উদ্দেশ্যে আশিসবাবুর হুঁশিয়ারি,
তৃণমূলের সঙ্গে পুলিস আছে বলে ওরা মস্তানি করে, গুন্ডামি করে। মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি– নদিয়া সাংগঠনিক জেলায় পুলিস কয়েক ঘণ্টার জন্য সরে যাক। যত তৃণমূল আছে রানাঘাটের, যত তৃণমূল আছে নদিয়া দক্ষিণের, আমাদের বুঝে নিতে এক ঘণ্টা সময় লাগবে না।


এখানেই থেমে থাকেননি আশিস। তিনি আরও বলেন, এটা কথার কথা নয়। পশ্চিমবঙ্গের কোথায় কী হবে জানিনা, এই নদিয়ার দক্ষিণে আমরা বুঝিয়ে দেব সামনের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে কীকরে জব্দ করতে হয়।


যদিও বিজেপি নেতার এই বক্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল। রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশীষ গঙ্গোপাধ্যায় বলেন, জঞ্জাল পার্টি বেসিকালি মনুবাদে বিশ্বাসী, স্বৈরতান্ত্রিক একটি দল। গণতন্ত্রে বিশ্বাসী। ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। সংবিধানে বিশ্বাসী আপামর মানুষ তৃণমূল কংগ্রেস সমার্থক। আর এই সমস্ত মানুষকে যদি ওরা বুঝে নিতে চায় পুলিসকে কয়েক ঘন্টার জন্য সরিয়ে, সেক্ষেত্রে মানুষ ভারতীয় জঞ্জাল পার্টির নেতাদের গণতন্ত্রের পাঠ শিখিয়ে দেবে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)