`দিলীপ ঘোষ ইজ ইক্যুয়াল টু জোকার`, বিস্ফোরক জ্যোতিপ্রিয় মল্লিক
`দিলীপ ঘোষ ইজ ইক্যুয়াল টু জোকার`- বিজেপি রাজ্য সভাপতিকে কড়া ভাষায় বিঁধলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
নিজস্ব প্রতিবেদন: 'দিলীপ ঘোষ ইজ ইক্যুয়াল টু জোকার'- বিজেপি রাজ্য সভাপতিকে কড়া ভাষায় বিঁধলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
আমফানে ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে দিলীপ ঘোষ তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। সেই প্রসঙ্গে বলতে গিয়েই জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, "দিলীপবাবুটা একটা জোকারে পরিণত হয়েছেন। একজন অশিক্ষিত। অশিক্ষিতের মতো আচরণ। হাফ প্যান্ট পরে গাছ কেটে বেড়ান!"
বিজেপিকেও কাঠগড়ায় দাঁড় করান তিনি। বলেন, "শুধু তৃণমূলের ঘাড়েই দুর্নীতির দোষ চাপালে হবে না। বিজেপি দুর্নীতি করেছে।
সাধারণ মানুষ তার প্রতিবাদ জানাচ্ছেন। উল্লেখ্য নন্দীগ্রামে আমফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। সে প্রসঙ্গে বলতে গিয়েই এই কথা বলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, "দিলীপবাবু তো বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে এসেছেন! আজগুবি কতগুলো কথা বললেই হবে! আমরা বেছে বেছে দোষীদের শাস্তি দিচ্ছি।"
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "আমাদের যেখানে যেখানে গাফিলতি মনে হয়েছে আমরা সেখানে শাস্তি দেব। টাকা রিটার্ন করার খেলা আরম্ভ হয়েছে। যে টাকা নিয়েছে. তাকে টাকা ফেরত দিতেই হবে। টাকা ফেরত দিলেই হবে না। তাকে কৈফিয়ত দিতে হবে কেন নিয়েছ।" তিনি জানান, ইতিমধ্যেই ব্যাপক পরিমাণ ড্রাফট ফেরত এসেছে। জেলা শাসক জানাবেন কত টাকা ফেরত এসেছে।
কোভিড পরিস্থিতি বিচার্য নয়, সরকারি কর্মচারীদের ডিএ দিতেই হবে, ধাক্কা রাজ্যের
উত্তর ২৪ পরগনা জেলায় ১৪ জনকে শোকজ করা হয়েছে। তার মধ্যে রয়েছেন প্রধান, রয়েছেন প্রশাসকও। জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক।
হালিশহর পৌর সভার প্রশাসককে শোকজ করা হয়েছেদমদম পৌর সভার প্রশাসকমণ্ডলীর সদস্য গোপা পান্ডে কে শোকজ করা হয়েছে
গাড়ুলিয়া মিনিউসিপিলটি কমিশনারকে শোকজ করা হয়েছে
জ্যাংড়া, হাতিয়ার ২-র প্রধানকে শোকজ করার জন্য আজ চিঠি দেওয়া হয়েছে