নিজস্ব প্রতিবেদন: ফের কৈলাস বিজয়বর্গীয়র মুখে 'ভাইপো'। সোমবার মথুরাপুরে বিজেপির জনসভায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অভিযোগ করলেন,'২৫ লক্ষের চশমা পরেন ভাইপো। সোনা, গরু, কয়লা পাচারের সঙ্গে জড়িত।' তৃণমূল ১০০টি আসন পাবে না বলে ওই সভাতেই দাবি মুকুল রায়ের। কৈলাস ও মুকুলের দাবির প্রেক্ষিতে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতার সঙ্গে 'ভাইপো'কে একবন্ধনীতে ফেলে এ দিন আক্রমণ শানালেন রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। কৈলাস বলেন,'এটা ভাইপোর সরকার। মমতাদি আসলে মুখোশ। স্বচ্ছ ভাবমূর্তি রাখতে সুতির শাড়ি পরেন। ওঁর পিছনে ভাইপোর চশমা ২৫ লাখের। এটা পরিশ্রমের টাকা? এই টাকা সিন্ডিকেট থেকে আসে। সোনা, গরু, কয়লার পাচার থেকে কামান অর্থ।' জনতার কাছে সমস্বরে তাঁকে প্রশ্ন করতে দেখা যায়,'গরু পাচার কে করে?' উত্তর আসে, 'ভাইপো'। কৈলাস তখন বলেন,'দেখুন মুকুল দা, জনতাও বলছে।'    



জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক বলেন,'পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভালবাসি। পাথর ছোড়া নয়। বিজেপির সর্বভারতীয় সভাপতিতে পাথর ছুড়ে স্বাগত জানানো হল।'


ওই সভাতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায় বলেন,'তৃণমূল কংগ্রেস ১০০ টপকাতে পারবে না। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে এটাই শেষ নির্বাচন। এই ভোটের ফলপ্রকাশের পর তৃণমূল নামে দলটাই থাকবে না। উঠে যাবে। একটা যুবকের নাম দেখান দশ বছরে চাকরি পেয়েছে। খেলা-মেলার সরকার চলছে। বাংলার শিক্ষা-সংস্কৃতি ধুলিসাৎ হয়েছে।'


আরও পড়ুন- আসানসোলের মানুষের জন্য দরকারে চেয়ার ছাড়তে রাজি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য জিতেন্দ্রর