নিজস্ব প্রতিবেদন: সোনার বাংলা গড়তে হলে নরেন্দ্র মোদীর নেতৃত্ব বিজেপি সরকারকে আনুন। মেচেদার জনসভায় আহ্বান করলেন কৈলাস বিজয়বর্গীয়। রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অভিযোগ করেন, কেন্দ্র টাকা পাঠালেও তা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কৈলাস বিজয়বর্গীয় বলেন,''সাধারণ মানুষকে শোষণ করছে মমতার সরকার। কোভিড চিকিৎসায় ২ হাজার কোটি টাকা পাঠিয়েছেন মোদীজি। অথচ সেই টাকা কাজে লাগানো হল না। বাংলায় ঝড়ের পর নরেন্দ্র মোদী এলেন। সঙ্গে নিয়েছিলেন মমতাকে। ১ হাজার কোটি টাকা দিয়েছিলেন। অথচ কেউ টাকা পেল না।''


সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। বলেন,''নরেন্দ্র মোদীর উপরে আস্থা রাখুন। মোদীজির নেতৃত্বে বিজেপি গড়বে সোনার বাংলা। মহিলাদের সম্মান দিতে পারে একমাত্র বিজেপি। প্রধানমন্ত্রী নেতৃত্ব বিজেপির সরকার আসবে।''এ দিন সমবেত জনতার উদ্দেশে কৈলাস বিজয়বর্গীয় বলেন, ''চালচোর সরকার আর নেই দরকার।''


এ দিন বিজেপিকে ভোগী বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন,''সিপিএম লোভী, বিজেপি আর তৃণমূল ত্যাগী।'' তার পাল্টা কৈলাস বিজয়বর্গীয় বলেন,''মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে সিন্ডিকেট, কোল মাফিয়ারা। ১০ বছর ধরে শোষণ করছেন। ভাইপোর সরকার চলছে। ভাইপো কতটা ত্যাগী, গোটা রাজ্য জানে। পশ্চিমবঙ্গের জনতাও ধরে ফেলেছে।''


আরও পড়ুন- BJP-র লোকেরা ফকির, রাস্তায় ঘুরি আমরা, মমতার 'লোভী' খোঁচার পাল্টা দিলীপের