নিজস্ব প্রতিবেদন: আমপানের রেশ কাটতে না কাটতেই ফের দুর্যোগের পূর্বাভাস। হাওয়া অফিস বলছে, আগামী ৫ দিন দাপুটে কালবৈশাখী আর তার সঙ্গে প্রাকবর্ষার তুমুল বৃষ্টিকে ভিজবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। ঝড় বইবে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে। দুর্যোগের আঁচ পড়বে গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের কিছু এলাকাতেও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বিশ্বের উষ্ণতম রাজস্থানের চুরু! তালিকার ১৫টি উষ্ণতম অঞ্চলের মধ্যে ১০টি-ই রয়েছে ভারতে!


আজ সকাল পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ৩৬.৯ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। উপকূলের জেলাগুলিতে সতর্কতা।


মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আমপানের সময়ই মৌসুমী বায়ু ঢুকেছে। ঘূর্ণিঝড়ের কারণে কিছুটা হলেও শক্তি পেয়েছে বর্ষা। তাই পশ্চিমবঙ্গে এবার প্রাক বর্ষার পরিস্থিতি দেখতে পাওয়া যাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।