নিজস্ব প্রতিবেদন: বাড়ির প্রয়াত বড়ছেলের চাকরি কে করবে, এই নিয়ে বিবাদের জেরে নৃশংস কাণ্ড ঘটল কালিম্পঙের ভসম গ্রামে। আক্রোশে বউদি ও তাঁর দুই ছেলেকে গলা কেটে খুন করল বাড়ির ছোট ছেলে। ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জলঢাকার ভাসম গ্রামে ভুজেল পরিবারের বড় ছেলে সিঙ্কোনা বাগানে কর্মরত ছিলেন। মাস কয়েক আগে মৃত্যু হয় তাঁর। বড় ভাইয়ের চাকরি কে করবে এই নিয়ে পারিবারিক বিবাদ শুরু হয় বউদি জনিতা ভুজেল ও দেওয়া সুরিয়া ভুজেলের মধ্যে। প্রতিবেশীরা জানিয়েছেন, মাস কয়েক ধরে রোজই বাড়ছিল বিবাদ। শনিবার রাতে আক্রোশের বশে বউদি জনিতা ভুজেল, ভাইপো অঙ্কিত (৮) ও অমিত (৬)-কে নৃশংসভাবে কুপিয়ে খুন করে সুরিয়া। এর পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে।


আরও পড়ুন - মুক্তিপণ না মেলাতেই গঙ্গায় ফেলে খুন জগদ্দলের অপহৃত অভিষেককে


কালিম্পংঙের পুলিস সুপার অজিত যাদব জানিয়েছেন, সুরিয়া খুনের কথা স্বীকার করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। চাকরি নিয়ে বিবাদের জেরেই খুন, না কি পিছনে অন্য কোনও কারণ রয়েছে জানতে অভিযুক্তকে হেফাজতে চাইবে পুলিস।