মুক্তিপণ না মেলাতেই গঙ্গায় ফেলে খুন জগদ্দলের অপহৃত অভিষেককে
মুক্তিপণ না মেলাতেই গঙ্গায় ফেলে অপহৃত ছাত্রকে খুন করে অপহরণকারীরা। জেরায় এমনটাই জানিয়েছে হুগলীর জগদ্দলে ছাত্র অপহরণ কাণ্ডে ধৃত অভিযুক্তরা।
![মুক্তিপণ না মেলাতেই গঙ্গায় ফেলে খুন জগদ্দলের অপহৃত অভিষেককে মুক্তিপণ না মেলাতেই গঙ্গায় ফেলে খুন জগদ্দলের অপহৃত অভিষেককে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/02/04/108092-dfvadsa.jpg)
নিজস্ব প্রতিবেদন : মুক্তিপণ না মেলাতেই গঙ্গায় ফেলে অপহৃত ছাত্রকে খুন করে অপহরণকারীরা। জেরায় এমনটাই জানিয়েছে হুগলীর জগদ্দলে ছাত্র অপহরণ কাণ্ডে ধৃত অভিযুক্তরা।
২০ জানুয়ারি পড়তে প্রাইভেট টিউশনি পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যান অভিষেক চৌবে। বাড়িতে মুক্তিপণ বাবদ দশ লাখ টাকা চেয়ে ফোন আসে। বলা হয়, মুক্তিপণ দিলে তবেই অভিষেককে ছাড়া হবে। এরপরই জগদ্দল থানায় অভিযোগ দায়ের করে নিখোঁজ ছাত্রের পরিবার।
অপরাধীদের খোঁজে তদন্ত শুরু করে পুলিস। শেষমেশ মোবাইল ফোনের সূত্র ধরে মহম্মদ সাফ্রোজ, মহম্মদ উকিল এবং মহম্মদ জাহিদ নামে তিনজনকে গ্রেফতার করে পুলিস। পুলিসের জেরায় ধৃতরা স্বীকার করে যে, মুক্তিপণ না মেলাতেই গঙ্গায় ফেলে অভিষেককে খুন করেছে তারা। হুগলির উত্তরপাড়া গঙ্গারঘাট থেকে উদ্ধার হয় অভিষেকের দেহ।