ওয়েব ডেস্ক: অবশেষে স্বস্তি। দক্ষিণ ও উত্তরবঙ্গের মধ্যে অবশেষে স্থাপিত হল রেল যোগাযোগ। রবিবার নির্ধারিত দিনেই আজরেইল সেতু পার করল প্রথম যাত্রীবাহী ট্রেন। এদিন সকাল ১০টা নাগাদ ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেস সেতু পার করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বন্যায় আজরাইল সেতু ভেঙে গত ১১ অগাস্ট থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় রেলযোগাযোগ। প্রায় ১০ দিন জল নামলে সেতু সারাতে ডাক পড়ে সেনার। পরিস্থিতি মোকাবিলায় অস্থায়ী সেতু বানানোর সিদ্ধান্ত নেয় সেনা। যুদ্ধকালীন তত্পরতায় তৈরি হয় সেই সেতু। সপ্তাহখানেক আগে রেলের তরফে জানানো হয় ৩ অগাস্ট থেকে ওই সেতুর ওপর দিয়ে চলবে যাত্রীবাহী ট্রেন। 


আরও পড়ুন - দেখে নিন কারা হচ্ছেন মোদীর মন্ত্রী, কী তাঁদের যোগ্যতা


সেতু তৈরির পর তার ওপর দিয়ে প্রথমে ইঞ্জিন ও পরে মালবাহী ট্রেন চালায় রেল। সেতুর মজবুতি সম্পর্কে নিশ্চিত হয়ে এই প্রথম যাত্রীবাহী ট্রেন চালাল উত্তর - পূর্ব সীমান্ত রেল।


সেতুর ওপর দিয়ে খুব ধীরে চলবে ট্রেন। আপাতত শুধুমাত্র আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। ফলে সেতু পার করতে বিলম্ব হতে পারে ট্রেনগুলির।