নিজস্ব প্রতিবেদন: রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ও  সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিলের সাহায্যে উত্তরপাড়া হাসপাতালে তৈরি হওয়া কোভিড HDU ইউনিটের উদ্বোধন হয় গতকাল। সেই অনুষ্টানে সরকারি আধিকারিকদের সঙ্গে সংবর্ধনা দেওয়ার অভিযোগ বিধায়ক কাঞ্চন মল্লিকের বান্ধবীকেও। এনিয়ে প্রশ্ন তুলে দিল উত্তরপাড়া বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Kabir Suman-Babul Supriyo: 'ফেসবুকে ওঁর যা খুশি উনি লিখতে পারেন', সুমনের পোস্টে প্রতিক্রিয়া বাবুলের


শনিবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক কাঞ্চন মল্লিক, উত্তরপাড়া পুরপ্রশাসক দিলীপ যাদব, শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্য়ায়।


উত্তরপাড়া জেনারেল হাসপাতালে ১২টি অত্যাধুনিক শয্যা, মাল্টি প্যারা মনিটর ৬টি, এবিজে এনালাইজার, সাকসান মেশিন ৩টি-সহ হাই ডিপেনডেন্সি ইউনিট বা এইচডিইউ ইউনিট চালু করা হয়। মূলত ক্রিটিকাল কোভিড রোগীদের চিকিৎসা ও মনিটরিংয়ের জন্য এই ইউনিট কাজে লাগবে। অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন হাসপাতাল সুপার দেবাশীষ চট্টোপাধ্যায়।


পুরোদস্তুর সরকারি একটি অনুষ্ঠানে কাঞ্চন মল্লিকের বান্ধবী শ্রীময়ী চট্টোরাজও উপস্থিত ছিলেন। মঞ্চে জন প্রতিনিধি ও সরকারি আধিকারিকদের সঙ্গে শ্রীময়ীকেও সম্বর্ধনা দেওয়া হয়। আর তা নিয়েই বিতর্ক তৈরী হয়েছে। এনিয়ে প্রশ্ন তুলছে বিজেপি।


আরও পড়ুন-Babul: ঝালমুড়িতেই চার কথা, ৬ বছর পর 'গোপন গপ্পো' ফাঁস করলেন দিদি-র সুপ্রিয়  


উত্তরপাড়া বিজেপির মুখপাত্র প্রণয় রায় বলেন, শুধুমাত্র বিধায়কের বান্ধবী হওয়ার জন্য একজনকে সম্বর্ধনা দেওয়া হল সরকারি জায়গায়। এটা ক্ষমতার অপব্যবহার। উত্তরপাড়া বিধানসভা এলাকায় বহু প্রতিষ্ঠিত মানুষ আছেন,অনেক জ্ঞানী গুনী মানুষ আছেন। তাদের সম্বর্ধনা দেওয়া যেত। তা না করে শুধুমাত্র একজন বিধায়কের বান্ধবী হওয়ায় তাকে সম্বর্ধনা দেওয়ার প্রতিবাদ করছি। 


উত্তরপাড়া শহর তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, যাদের পাঁক ঘাটা স্বভাব তারা পাঁকই ঘাটবে। আমরা তো শালতোড়ার বিধায়ককে নিয়ে কিছু বলি না। এগুলো নিয়ে কিছু না বলাই উচিত। কাঞ্চন মল্লিকের সঙ্গে প্রথম দিন থেকে প্রচারে ছিলেন শ্রীময়ী। গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদ্রতার খাতিরে হাসপাতাল সুপার তাকে সম্বর্ধনা দিয়েছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)