নিজস্ব প্রতিবেদন: রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর নিন্দা এবার বিধানসভাতেও। কড়া ভাষায় রাজ্যপালের বিরুদ্ধে এক্তিয়ার বহির্ভূত কাজের অভিযোগ করলেন পার্থ চট্টোপাধ্যায়। কেশরীনাথের বিরুদ্ধে রাজ্যপালের পদকে কলঙ্কিত করার অভিযোগ পরিষদীয় মন্ত্রীর। সংবিধানকে লঙ্ঘন করার অভিযোগও করলেন পার্থ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সরকারপক্ষের দাবি, কোনও একটি দলকে সাহায্য করতেই এই কাজ করছেন রাজ্যপাল। বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানাল কংগ্রেস ও বামেরা। আলোচনার প্রস্তাব এলে বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন স্পিকার।


আরও পড়ুন- ভারতী ঘোষের মাদুরদহের বাড়িতে সিআইডি তল্লাশি


কিন্তু রাজ্যপাল কী বলছেন?


তৃণমূল কংগ্রেসের আনা প্রশাসনের কাজে হস্তক্ষেপের অভিযোগকে আমল দেননি রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। তাঁর মতে, নথি খতিয়ে দেখুক সরকার।  এদিন তিনি আরও বলেন, সংসদে বিষয়টি তুললেও তাতে কিছু যায় আসে না।