Khandaghosh Lover Mysterious Death: হাতে সিঁদুরের কৌটো, প্রেমিকার দাদুর বাড়ির কাছে যুবকের `ঝুলন্ত` দেহ; এরপর...
প্রেমিকার দাদুর বাড়ির সামনে থেকে উদ্ধার প্রেমিকের ঝুলন্ত দেহ। মৃতের নাম কার্তিক দলুই, বয়স ২২। গোটা ঘটনায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নারিচা গ্ৰামে চাঞ্চল্য ছড়িয়েছে।
নিজস্ব প্রতিবেদন: প্রেমিকার দাদুর বাড়ির সামনে থেকে উদ্ধার প্রেমিকের ঝুলন্ত দেহ। মৃতের নাম কার্তিক দলুই, বয়স ২২। গোটা ঘটনায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নারিচা গ্ৰামে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, মৃত যুবক কার্তিক দলুই বাঁকুড়ার পাত্রসায়ের গোঁসাইগ্ৰামের বাসিন্দা। খণ্ডঘোষের নারিচা গ্ৰামের ওই কিশোরীর সঙ্গে তাঁর এক বছরের বেশি সময় ধরে প্রেম চলছিল। ফোনে দু'জনের যোগাযোগ ছিল। কয়েকদিন আগে দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থায় কাজ শুরু করেন ওই যুবক। ঘটনার আগের দিন কাজের নাম করে বাড়ি থেকে বের হলেও, ফেরেননি ওই যুবক। পরিবারের লোকজন-সহ প্রতিবেশীরা ফোন করেও, তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
পাত্রসায়ের না গিয়ে সোজা চলে প্রেমিকার বাড়ি নারিচায় চলে যান যুবক। প্রেমিকার বাড়ি থেকে কিছুটা দূরে প্রেমিকার দাদুর বাড়ির সামনের গাছে নাইলনের দড়িতে ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবকের কানে মোবাইলের হেডফোন লাগানো ছিল। তাছাড়া ঝুলন্ত দেহের কাছ থেকে একটি সিঁদুর কৌটো এবং জামাকাপড়ের ব্যাগ উদ্ধার হয়েছে।
অনুমান, প্রেমিকাকে বিয়ে করার উদ্দেশ্য নিয়েই মৃত কার্তিক দলুই সেখানে যান। তবে কোনও কারণে তা হয়নি। এরপর চরম পরিণাম হয়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা গাছে ঝুলন্ত অবস্থায় দেহটা দেখতে পান। খণ্ডঘোষ থানার পুলিসকে খবর দেওয়া হয়। দেহ খণ্ডঘোষ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই প্রেমিকা-সহ পরিবারের লোকজন বেপাত্তা। আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।