খড়দহে বোমা বিস্ফোরণে জখম বৃদ্ধ
মন্দিরের ধ্বংসাবশেষ সরাতে গিয়েই লুকানো বোমাটি ফেটে যায়।
নিজস্ব প্রতিবেদন : খড়দহে বোমা বিস্ফোরণে জখম বৃদ্ধ। বৃদ্ধের নাম তিলক ধারু প্রসাদ। আহত ওই বৃদ্ধকে ব্যারাকপুর বি এন বোস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে খড়দহ থানার অন্তর্গত টিটাগড় পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ড এলাকায়। ওই এলাকায় একটি ভগ্ন শীতলা মন্দির রয়েছে। সেই মন্দিরের ধ্বংসাবশেষ সরাতে গিয়েই লুকানো বোমাটি ফেটে যায়। বোমা বিস্ফোরণের জেরে জখম হন ওই বৃদ্ধ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেখা যায়, ওই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আরও কয়েকটি বোমা।
বোমা বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিস। কে বা কারা এরকম জনবহুল এলাকায় বোমা লুকিয়ে রেখেছিল, তা নিয়ে ধন্দে খড়দহ থানার পুলিস। এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন, তরুণকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার কলেজছাত্রী, ধুন্ধুমার বাদুড়িয়ায়
Weather Today: তাপপ্রবাহের লাল সতর্কতা জারি দক্ষিণবঙ্গে, আজও গরমে পুড়বে তিলোত্তমা
Anubrata Mandal: বিদেশে চলে যেতে পারেন অনুব্রত? 'কেষ্ট'কে চক্রব্যূহে ঘিরতে CBI-এর নয়া কৌশল
Maoist Insurgency: ফের বাড়ছে মাওবাদীরা! দাওয়াই খুঁজতে নবান্নে জরুরি বৈঠকে ৪ রাজ্য