PM Modi Attacks TMC: `রক্তের খেলা হয়েছে`, বাংলার পঞ্চায়েত ভোট তৃণমূলকে আক্রমণ মোদীর
পঞ্চায়েতি রাজ সম্মেলনে মোদীর মুখে বাংলার ভোট হিংসা প্রসঙ্গ। অশান্তি পাকিয়েছে তৃণমূল। তোপ প্রধানমন্ত্রীর। এরপরও মানুষ ভোট দিয়েছে বিজেপিকে। রাজ্যের গৌরব ফিরিয়ে আনতে আসলে সাধনা করছে গেরুয়া শিবির। মন্তব্য মোদীর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: শনিবার পঞ্চায়েতি রাজ সম্মেলনে মোদীর মুখে শোনা গেল বাংলার ভোট হিংসা প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর তোপ, অশান্তি পাকিয়েছে তৃণমূল। নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস 'রক্তের খেলা খেলেছে'। এরপরও মানুষ ভোট দিয়েছে বিজেপিকে। রাজ্যের গৌরব ফিরিয়ে আনতে আসলে সাধনা করছে গেরুয়া শিবির। এদিন বিজেপি পঞ্চায়েত রাজ সম্মেলনের মঞ্চ থেকে তৃণমূলকে তোপ দাগলেন মোদী।
আরও পড়ুন, Panchayat Election 2023: কেন্দ্রে কুস্তি, পঞ্চায়েতে দোস্তি? বিজেপিকে বোর্ড গড়তে সমর্থন তৃণমূলের!
তিনি বুথ দখলের জন্যও টিএমসি-কে অভিযুক্ত করেছেন। মোদী বলেছেন, ভোট আয়োজন ঘিরে ওঁদের ধরণ সকলের সামনে এসেছে। প্রথমত নির্বাচনের প্রস্তুতির জন্য সময়ই দেওয়া হবে না। তারপর তাড়াতাড়ি মনোনয়নের তারিখ স্থির করে দেওয়া। এরপর কোনও বিরোধী বা বিজেপির কেউ যাতে মনোনয়ন পেশই না করতে পারেন, তার চেষ্টা করা। তিনি তাঁর ভাষণে বলেন, দুর্নীতি দরিদ্র এবং প্রান্তিক মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। ভারত সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি রয়েছে।
প্রধানমন্ত্রীর কথায়,“ভোটে জয়ের পরও তৃণমূল প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। রক্ত নিয়ে হোলি খেলা শুরু করেছে।” শনিবার বিজেপির ‘ক্ষেত্রীয় পঞ্চায়েতিরাজ পরিষদ’-এর পুর্বাঞ্চলীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নেন তিনি। অন্য দিকে, পশ্চিমবঙ্গে তখন সশরীরে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।
আরও পড়ুন, Cooch Behar: আচমকাই বিকট শব্দ! বোমা? বাজ? বিমান ভেঙে পড়ল? নাকি কোনও ঘোর অশুভের ইঙ্গিত?