Kirti Azad: `বড় বড় মহিষাসুর এসেও দিদিকে কিছু করতে পারেনি`, ইলিশ কিনে প্রচার শুরু কীর্তির!
আপেল, লেবু, বেদানা, কলা, উচ্ছে, আলু, পটল, টমেটো, শাক, কাঁচা হলুদ, আদা... বললেন, লম্বা সময়ের জন্য বিহারের দারভাঙা থেকে পরিবারের সকলকে সঙ্গে নিয়ে দুর্গাপুরে এসেছেন।
চিত্তরঞ্জন দাস: প্রার্থী নাম ঘোষণার আগে থেকেই শুরু করেছিলেন আসা। কীর্তির কীর্তি দেখাতে আজ থেকে পাকাপাকিভাবে প্রচার শুরু করলেন তিরাশির বিশ্বকাপ জয়ী দলের তারকা। মন্দিরে পুজো দিয়ে, সবজি মাছ বাজারে বাজার করে প্রচার করলেন কীর্তি আজাদ। 'বড় বড় মহিষাসুর এসেও দিদিকে কিছু করতে পারেনি'। কটাক্ষ করলেন বিজেপি নেতাদের।
শনি মন্দিরে প্রণাম করে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল ৯ টায় সাইকেল চালিয়েই পৌঁছে গেলেন চন্ডীদাসের ফলের বাজারে। সেখানে আপেল, লেবু, বেদানা, কলা কিনে সবজি বাজারে ঢুকেই কিনলেন উচ্ছে, আলু, পটল, টমেটো, শাক, কাঁচা হলুদ, আদা। থলেতে ভরেই মাছ বাজারে ঢুকে গেলেন। সেখানে ইলিশ কিনে মানুষের সাথে জনসংযোগ করে বিরোধীদের অপপ্রচারের কথা তুলে ধরলেন। বিরোধীরা বর্ধমান দুর্গাপুরের প্রার্থী ঘোষণা করতে পারেনি এখনও। কিন্তু মাঠে নেমে প্রচার জনসংযোগ করে এক ধাপ এগিয়েই থাকলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।
তারপরেই তিনি বলেন, লম্বা সময়ের জন্য বিহারের দারভাঙা থেকে পরিবারের সকলকে সঙ্গে নিয়ে দুর্গাপুরে এসেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থীও হয়েছেন। ছোট থেকেই ডাংগুলি খেলে আর সাইকেল চালানোর অভ্যাস আছে। তাই শরীরচর্চা করতে সাইকেল চালিয়েই পৌঁছন বাজারে। তাঁর সঙ্গে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও মন্ত্রী প্রদীপ মজুমদারও। বলেন, টাটকা সবজি ফল কিনলেন শরীরকে সুস্থ রাখতে। সেইসঙ্গে মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের অপপ্রচারের নানান কথা তুলে ধরলেন। জোড়া ফুলে ভোট দেওয়ারও আবেদন রাখলেন।
কীর্তি আজাদ বিরোধীদের কটাক্ষ করে বলেন, ১৯৮৩ সালে যেমন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ছিনিয়ে এনেছিলেন। তেমনই বিরোধীদের উইকেট ফেলে লোকসভায় ছক্কা মারবেন তিনি-ই। বলেন, বড় বড় মহিষাসুর এসেও দিদিকে কিছু করতে পারেনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)