নিজস্ব প্রতিবেদন: কমিশনের নির্দেশ মানলেন না রাজীব কুমার। সকাল ১০টা বেজে গেলেও স্বরাষ্ট্রমন্ত্রকে কাজে যোগ দেননি তিনি। কমিশনের নির্দেশ কার্যত অগ্রাহ্য করলেন রাজীব কুমার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা পার। বৃহস্পতিবার সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু এদিন সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রকে দেখা যায়নি রাজীব কুমারকে। 


প্রসঙ্গত, বুধবারই সিআইডির অতিরিক্ত ডিরেক্টর জেনারেলের পদ থেকে সরানো হয় কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারকে। তাঁর সঙ্গে অপসারিত হন রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যও। 


গত ১৯ ফেব্রুয়ারি সিআইডির অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদে বহাল হয়েছিলেন রাজীব কুমার। সারদাকান্ডে তথ্য লোপাটের অভিযোগে তাঁকে শিলংয়ে ম্যারাথন জেরা করেছে সিবিআই।