নিজস্ব প্রতিবেদন: শিক্ষকদের জন্য ফের সুখবর। আপার প্রাইমারি মামলায় মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে মেধা তালিকা প্রকাশ করলেও নিয়োগের জট কাটছে না এখনই। নিয়োগের উপর যে নিষেধাজ্ঞা ছিল তা আপাতত বহাল রাখল হাইকোর্ট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন: রাজ্যের বন্যা পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, নজরদারিতে বসবে মনিটরিং সেল


আদালতের তরফে নির্দেশ অনুযায়ী, আগামী ৭ দিনের মধ্যে এই মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে এই মেধা তালিকা প্রকাশের পর, তা নিয়ে কোনও চাকরিপ্রার্থীর যদি কোনও অভিযোগ থাকে, তবে তিনি সেটা ২১ দিনের মধ্যেই জানাবেন। সব মিলিয়ে কিছুটা আশার আলো। পুরো জট না কাটলেও, আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া আরো এক ধাপ এগোল বলা যায়।