নিজস্ব প্রতিবেদন: নির্ধারিত সময় পার হলেও দেখা নেই বর্ষার। আর সেই সুযোগে ভরা জ্যৈষ্ঠে চোখ রাঙাচ্ছে সূর্য। যার জেরে মরশুমের উষ্ণতম দিন কাটাল কলকাতা। শহরে প্রায় ৪০ ছুঁল পারদ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে অন্তত ৫ ডিগ্রি বেশি। সঙ্গে ছিল আর্দ্রতাজনিত অস্বস্তি। 


একই পরিস্থিতি প্রায় গোটা দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আগেই ৪০ ছাড়িয়েছে। এবার সেই রেকর্ড ছুঁয়েও ছুঁতে পারল না কলকাতা।


হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। যার ফলে আরও বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান।