নিজস্ব প্রতিবেদন: মুর্শিদাবাদ এলপিজি কেলেঙ্কারিতে অভিযুক্ত বিজেপি নেতা সৌমেন মন্ডলকে গ্রেফতার করল কলকাতা পুলিসের এসটিএফ। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। গত ২১ জুলাই এই এলপিজি কেলেঙ্কারি নিয়েই বিজেপিকে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উলটো দিকে বিজেপির দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই গ্রেফতারি। এই নিয়ে এলপিজি কেলেঙ্কারিতে গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ২। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



রান্নার গ্যাসের ডিলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে মুর্শিদাবাদ জেলায় দলের নেতাকর্মীদের থেকেই টাকা নেওয়ার অভযোগ রয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। এমনকী সেই টাকার ভাগ রাজ্যস্তর পর্যন্ত পৌঁছেছে বলেও অভিযোগ ওঠে। ঘটনায় গ্রেফতার হন বিজেপি নেতা রঞ্জিন মজুমদার। কিন্তু দীর্ঘদিন এই নিয়ে কোনও উচ্চবাচ্য হয়নি রাজনৈতিক মহলে। 


শুক্রবার মুর্শিদাবাদ থেকে সৌমেন মন্ডলকে গ্রেফতার করে কলকাতা পুলিসের এসটিএফ। তাঁকে জোড়াসাঁকো থানায় নিয়ে আসা হয়। 


সাত মেয়ের পর জন্মেছিল পুত্রসন্তান, ৭৪ বছরের মা-কে মারধর করে রাস্তায় বার করে দিল সেই ছেলেই


গত ২১ জুলাই এলপিজি কেলেঙ্কারি নিয়ে বিজেপিকে তোপ দাগেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'গামছাবাবু, উজালার ফাইলটা খুলব?' তার কয়েকদিনের মধ্যেই এই গ্রেফতারিতে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে বিজেপি। দলের মুখপাত্র সায়ন্তন বসু বলেন, 'এই গ্রেফতারিতে রাজনীতি থাকতে পারে। ২১ জুলাইয়ের মঞ্চে এই নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খোলার পরেই গ্রেফতারি কেন?'