সাত মেয়ের পর জন্মেছিল পুত্রসন্তান, ৭৪ বছরের মা-কে মারধর করে রাস্তায় বার করে দিল সেই ছেলেই
ছেলে কার্তিক মণ্ডলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন ৭৪ বছরের বৃদ্ধা সন্ধ্যা দেবী। বিষ্ণুপুরের সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা বৃদ্ধার অভিযোগ, সম্পত্তি লিখে না দেওয়ায় তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় ছেলে কার্তিক ও বউমা স্বপ্না।
নিজস্ব প্রতিবেদন: সম্পত্তি বিবাদের জেরে বিধবা মা-কে মারধর করে বাড়ি থেকে বার করে দিল ছেলে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিস। তাঁর স্ত্রীর দাবি, স্বামী নির্দোষ।
ছেলে কার্তিক মণ্ডলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন ৭৪ বছরের বৃদ্ধা সন্ধ্যা দেবী। বিষ্ণুপুরের সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা বৃদ্ধার অভিযোগ, সম্পত্তি লিখে না দেওয়ায় তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় ছেলে কার্তিক ও বউমা স্বপ্না। অভিযোগ পেয়ে কার্তিককে গ্রেফতার করে আলিপুর আদালতে পেশ করে পুলিস।
কেন্দ্রের সমহারেই ডিএ, স্পষ্ট জানিয়ে দিল স্যাট, বড় জয় রাজ্য সরকারি কর্মীদের
প্রতিবেশীরা জানাচ্ছেন, সাত মেয়ের পর এক ছেলে হয় সন্ধ্যাদেবীর। স্বামী অধরচন্দ্র মণ্ডল কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন। বিয়ে হয়ে গিয়েছে সাত মেয়েরই। এর পর বিয়ে করে ছেলে। তার পরই বিবাদের সূত্রপাত। সম্প্রতি তা চরমে পৌঁছয়। অভিযোগ, সন্ধ্যাদেবীকে মারধর করে বাড়ি থেকে বার করে দেয় ছেলে কার্তিক ও বউমা স্বপ্না। স্বপ্নাদেবী যদিও অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অমূলক অভিযোগ করেছেন শাশুড়ি।