অনুপ কুমার দাস: নির্বাচন বিধি লাগু হওয়ার পরেও বিডিও অফিস থেকে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ পঞ্চায়েত সদস্যদের মুরগির ছানা বিতরণ, প্রসঙ্গে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে সরব বিরোধীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুরগির ছানা দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। নির্বাচন ঘোষণা হওয়ার পরে নির্বাচন বিধি ভাঙল কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন কৃষ্ণগঞ্জ ব্লকের বিজেপি নেতা অমিত কুমার প্রামাণিক।


তিনি বলেন, ‘সরকার আর দল গুলিয়ে ফেলেছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস।  তাই সরকারি পরিষেবা পৌঁছাতে গিয়েও তৃণমূল নেতৃত্বে উপস্থিত থাকে। শুধু তাই নয় এ তো সামান্য মুরগির বাচ্চা, এর আগে নির্বাচনেও আমরা দেখেছি গৃহ আবাস যোজনা থেকে শুরু করে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী নানান সরকারি প্রকল্প করিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে। এবার নতুন মাত্রা যোগ করল মুরগির বাচ্চা বিলি’।


আরও পড়ুন: Locket Chatterjee: 'বেড়ে পাকা দেবাংশু! গলা টিপলে দুধ বেরোবে'


এই ঘটনার বিষয়ে তথ্য সহ তারা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করিয়ে আধিকারিকের শাস্তির দাবি করবেন সে কথা স্পষ্ট জানিয়েছেন তিনি। সিপিআইএম কৃষ্ণগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকেও এই ধরনের স্বজন পোষণ প্রসঙ্গে তীব্র ধিক্কার জানানো হয়।


লোকাল কমিটির সম্পাদক সুপ্রভাত দাস জানান, ‘এভাবে প্রতিদানের মধ্যে দিয়ে মানুষকে প্রভাবিত করে গণতান্ত্রিক নিরপেক্ষ ভোট করা সম্ভব নয় আর সে কথাই নির্বাচন আধিকারিকের কাছে জানাবেন তাদের দলের পক্ষ থেকে।  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেও অনড় থাকবেন তারা’।


আরও পড়ুন: Arjun Singh | Mukul Roy: প্রচারের শুরুতেই অসুস্থ মুকুলের বাড়িতে অর্জুন! তারপর...


যদিও এই প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও প্রাক্তন যুব সভাপতি গোপাল ঘোষ অবশ্য জানান, বিষয়টি তার কাছে এখনও স্পষ্ট হয়নি তবে, যদি এই ধরনের কোন পরিষেবা  দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই নির্বাচন বিধিভঙ্গের আওতায় পড়বে। যা কোনও ভাবেই কাম্য নয়।


কৃষ্ণগঞ্জ ব্লক অফিস থেকে নিয়ম মাফিক মুরগির ও হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। যেহেতু নির্বাচন ঘোষণা হয়েছে হয়ে গেছে সেই জন্য কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক অফিসে মুরগির বাচ্চা বিতরণ না করে কৃষ্ণগঞ্জ বাজার এলাকার একটি আমবাগান থেকে এই মুরগির বাচ্চা বিলি করা হচ্ছে। বাচ্চা বিলির সময় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে দেখা যাচ্ছে বিলি করতে । মুরগির বাচ্চা যে বিলি হচ্ছে তা স্বীকার করে নিয়েছেন কৃষ্ণগঞ্জ ব্লকের মৎস্য দফতরের এক কর্মী। তিনি বলেন বিএলডিও-র নির্দেশে মুরগির বাচ্চা বিলি করা হচ্ছে। এই ঘটনায় কৃষ্ণগঞ্জ ব্লক জুড়ে নির্বাচনি বিধি লঙ্ঘন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)