মনোরঞ্জন মিশ্র: 'তৃণমূলে নবজোয়ার'। পুরুলিয়ায় কুড়মিদের বিক্ষোভে মুখে অভিষেক বন্দ্যোপাধ্যয়। উঠল 'চোর, চোর' স্লোগানও! ঘটনাস্থল, মানবাজার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংরক্ষণের দাবিতে আন্দোলনে নেমেছেন কুড়মি সম্প্রদায়ের মানুষেরা। জঙ্গলমহলে যখন অবরোধ-বিক্ষোভ চলছে, তখন জনসংযোগ যাত্রায় পুরুলিয়ায় পৌঁছে গিয়েছেন অভিষেক। বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে।


আরও পড়ুন: Abhishek Banerjee: 'এবার যদি লাইনে দাঁড়ান, প্রধানমন্ত্রী বদলানোর জন্য দাঁড়াতে হবে'


এদিন পুরুলিয়া শহরে জনসভা থেকে মোদীকে নিশানা করেন অভিষেক। বলেন, 'অনেক হয়েছে নোটবন্দি, ভোটবন্দি। এবার যদি লাইনে দাঁড়ান, প্রধানমন্ত্রী বদলানোর জন্য় দাঁড়াতে হবে'। এরপর মানবাজারে নবজোয়ারে কর্মসূচি সেরে যখন বান্দোয়ানের দিকে যাচ্ছিলেন, তখন বিসরি মোড়ে রাস্তার পাশে জমায়েত করেন কুড়মি সম্প্রদায়ের মানুষেরা। তাঁদের হাতে ছিলে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যানার, পোস্টার।


তারপর?  অভিষেকের কনভয় আসতেই 'চোর চোর' স্লোগান দেন বিক্ষোভকারীদের। পুলিস অবশ্য তৎপর ছিল। যাঁরা স্লোগান দিচ্ছিলেন, তাঁদের আটকে রাখা হয় রাস্তার পাশেই। নির্বিঘ্নেই বেরিয়ে যায় কনভয়। এদিন বান্দোয়ান পৌঁছনোর পর, রাস্তা ধারে একটি দোকানে বসে চা-পকোড়া খান অভিষেক। স্থানীয় বাসিন্দার অভাব-অভিযোগ শোনে তিনি। আশ্বাস দেন দ্রুত সমস্যা সমাধানেরও।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)