নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর থেকে ফেরা ১৩8 জন শ্রমিককে এক কালীন ৫০ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নের একটি বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য প্রশাসনের উদ্যোগে ঘরে ফিরেছেন কাশ্মীরে থাকা রাজ্যের শ্রমিকরা। এদিন ডাউন কলকাতা-জম্মু তাওয়াই (১৩১৫২) ট্রেনে ফিরেছেন প্রায় ১৩৮ জন শ্রমিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ফিরেই শ্রমিকরা জানিয়েছেন যে, কোনও মতেই তাঁরা আর কাশ্মীরে কাজ করতে যাবেন না। পাশাপাশি রাজ্য সরকার ধন্যবাদও জানিয়েছেন তাঁরা। এর আগেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল যে, যেহেতু কার্যত কর্মসংস্থান খুইয়েই রাজ্যে ফিরতে বাধ্য় হচ্ছেন শ্রমিকরা, সে কারণে রাজ্যেই তাঁদের যে কোনও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য সরকার।


আরও পড়ুন: ফের ভিনরাজ্যে খুন মুর্শিদাবাদের শ্রমিক, পিটিয়ে মারার অভিযোগ


উল্লেখ্য, গত মঙ্গলবার কুলগামের কাটারসুতে একটি বাড়িতে কর্মরত শ্রমিকদের ওপরে গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের ওই গুলিতে নিহত হন মুর্শিদাবাদের সাগরদিঘির ব্রাহ্মণী গ্রামের ৫ জন শ্রমিক। গুরুতর আহত হন একজন। নিহতদের নাম- কামরুদ্দিন শেখ, মুর্শিনাম শেখ, রফিক আহমদ শেখ, নইমুদ্দিন, রফিকুল আলম। এরপর থেকেই ছড়ায় উত্তেজনা।